শুরু হয়েছে মুসলমানদের সিয়াম সাধনার মাস পবিত্র রমজান। ধর্মপ্রাণ মুসলমানদের কাছে এটি সংযম, আত্মশুদ্ধি এবং ত্যাগের মাস। করোনাভাইরাস মহামারির কারণে গত দুই বছর রমজানে বিধিনিষেধ ছিল। সেই শঙ্কা কাটিয়ে এবার স্বাভাবিক পরিস্থিতিতে এলো সিয়াম সাধনার মাস। আর এই পবিত্র রমজান মাসে মায়ের স্মৃতি রোমন্থন করে স্মৃতিকাতর হলেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী । সামাজিকমাধ্যম ফেসবুক বার্তায় ফারুকী লেখেন ‘রোজার মাস আসলেই আম্মাকে মনে পড়ে। মনে পড়ে ইমামের সুরেলা কণ্ঠে খতম তারাবীহ, কাসিদাহ, পাড়াপড়শিদের বাসায় পাঠানো ইফতারের ডালি। রমজান মোবারক কিংবা রামাদান মোবারক যে নামেই ডাকি, মোবারক হোক।
উল্লেখ্য যে, দাম্পত্য জীবনের ১১ বছর পূর্ণ করে ১২ বছরে পা রেখেছেন নুসরাত ইমরোজ তিশা ও মোস্তফা সরয়ার ফারুকী। চলতি বছরের ৫ জানুয়ারি তাদের ঘর আলো করে এসেছে একমাত্র মেয়ে ইলহাম নুসরাত ফারুকী। মেয়েকে নিয়ে এবার তাদের প্রথম রমজান ।