বিজয়ে মাসের শেষ ভাগে এসে মুক্তি পেল মুক্তিযুদ্ধের গল্পনির্ভর সিনেমা ‘নকশী কাঁথার জমিন’।
জয়া আহসান অভিনীত সিনেমাটি শুক্রবার (২৭ ডিসেম্বর) দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে দেখা যাবে।
ছবিটির পরিচালক আকরাম খান বলেন, “সিনেমাটি প্রস্তুত ছিল, পরিকল্পনা ছিল ডিসেম্বরে বিজয়ের মাসে মুক্তি দেওয়ার। অন্যান্য বছর ডিসেম্বরে অনেক মুক্তিযুদ্ধের সিনেমা মুক্তি পায়। এই বছর মুক্তি পায়নি, সেই দায়বদ্ধতার জায়গা থেকে বছরের শেষ মুহূর্তে এসে আমার সিনেমাটি মুক্তি দিচ্ছি। গত ১৩ ডিসেম্বর মুক্তি দেওয়ার কথা ছিল কিন্তু শিডিউল পাইনি। বিজয় দিবস উপলক্ষ্যে সিনেমার টিজার মুক্তি দেওয়া হয়েছে।
সিনেমার গল্প প্রসঙ্গে পরিচালক বলেন, সিনেমাটি মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে দুই বোন রাহেলা ও সালেহার গল্প। যুদ্ধের সময় তাদের পরিবারের মধ্যে একটা বিভক্তি তৈরি হয়। নিজেদের গৃহের মধ্যেই যুদ্ধটা যেন আড়াআড়ি চলতে থাকে। যুদ্ধের পর তারা দেখতে পায় মুক্তির সংগ্রামে তাদের জীবনের সবই হারিয়ে গিয়েছে। পরে তারা নকশিকাঁথার মধ্যে তাদের জীবন সংগ্রামের আখ্যান ফুটিয়ে তোলেন।
কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের ‘বিধবাদের কথা’ গল্প অবলম্বনে মুক্তিযুদ্ধের দিনগুলোর কথা তুলে আনা হয়েছে সিনেমায়। এতে দুই বোনের চরিত্রে আছেন জয়া আহসান ও সেঁওতি; দুই ভাইয়ের চরিত্রে অভিনয় করেছেন ইরেশ যাকের ও রওনক হাসান। গুরুত্বপূর্ণ আরও দুই চরিত্রে আছেন দুই ভাই দিব্য জ্যোতি ও সৌম্য জ্যোতি। সিনেমাটির টিজার ফেইসবুকে শেয়ার করে জয়া আহসান লিখেছেন, “বিজয়ের মাসের ২৭ তারিখ আসছে মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত আমাদের চলচ্চিত্র ‘নকশীকাঁথার জমিন’।”
সিনেমাটি এর আগে ভারতের বেঙ্গালুরু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে শ্রেষ্ঠ চলচ্চিত্র হিসেবে পুরস্কৃত হয়। এ ছাড়া ৫৩তম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়ায় (আইএফএফআই) আইসিএফটি-ইউনেসকো গান্ধী মেডেলের জন্য মনোনীত হয়েছিল।