মুখোশের আড়ালে ইন্তেখাব দিনার

লিয়াকত সাহেব বড় চাকুরে। আপাতত দৃষ্টিতে তাকে ভদ্রমানুষ মনে হলেও ভিতরের রূপটা ভিন্ন। একদিন তার স্ত্রী একমাত্র মেয়েকে নিয়ে বাবার বাড়ি বেড়াতে যায়। পুরানো অভ্যাসবশত তিনি মদের বোতল নিয়ে বসেন। আর তখন তার সাথে ঘটতে থাকে একের পর এক অদ্ভুত ঘটনা। কিছু মানুষ তাকে নানা প্রশ্নবানে জর্জরিত করতে থাকে। ভয়ে তিনি লুকানোর জায়গা খুঁজতে থাকেন।
 
এমনই গল্পে নির্মিত হয়েছে স্বল্পদৈর্ঘ্য ‘মুখোশ’। নির্মাণ করেছেন প্রতীক সরকার। প্রধান চরিত্রে অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, রাশেদা রাখি ও মিহি আহসান। প্রযোজনা করেছেন জসিম আহমেদ। 
 
গত ৪ মে আপন শুটিং হাউজে এটির শুটিং হয়েছে।  নির্মিত হয়েছে ভিউজ এন্ড ভিশনের ব্যানারে। 
 
নির্মাতা প্রতীক জানালেন, স্বল্পদৈর্ঘ্যটি ‘আই স্ট্যান্ড ফর ওম্যান’ মুভমেন্টের অংশ। মূলত নারীর সঙ্গে ঘটে যাওয়া বিভিন্ন ধরনের যৌন নিপীড়ন ও হয়রানি ঠেকাতে ৯টি স্বল্পদৈর্ঘ্য ছবি বানানো হয়েছে এর অংশ হিসেবে। এর উদোক্ততা নির্মাতা আফজাল হোসেন মুন্না। 
 
২৬ জুলাই স্বল্পদৈর্ঘ্যগুলোর প্রিমিয়ার অনুষ্ঠিত হবে।