মুখ খুললেন চঞ্চল চৌধুরী

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে দেশ ত্যাগ করেন শেখ হাসিনা। উচ্ছ্বাসে ফেটে পড়েন সারা দেশের মানুষ। কঠিন পরিস্থিতিতে শিক্ষার্থীদের প্রতিবাদে সরব হয়েছেন শোবিজ অঙ্গনের তারকারা। তবে কোনো মন্তব্য করেননি অভিনেতা চঞ্চল চৌধুরী।

শুক্রবার ( ৯ আগস্ট) নিজের ভেরিফাইড ফেসবুকে এক স্ট্যাটাসের মাধ্যমে বিষয়টি পরিষ্কার করেছেন। তিনি তার মায়ের অসুস্থতা নিয়ে ব্যস্ত থাকায় সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় নন।

তিনি লেখেন,“আমি চঞ্চল চৌধুরী বলছি…। আমার নাম ব্যবহার করে কোন বিদেশী/দেশী পত্রপত্রিকা বা সামাজিক যোগাযোগ মাধ্যমে সাম্প্রতিক পরিস্থিতিতে যদি কিছু লেখা হয়,তার দায় আমার নয়। কারণ এখন পর্যন্ত আমি কোন পত্রপত্রিকা বা সামাজিক যোগাযোগ মাধ্যমে কোন বিষয়ে কোন বক্তব্য দেইনি।”

‘কারাগার’ এর এই অভিনেতা বলেন,“আমি সাধারণ একজন শিল্পী। পেশাগত কারণ ছাড়া কোন কিছুর সঙ্গে আমার কোন সম্পৃক্ততা নেই।”