মুম্বাই যাচ্ছেন শাকিব খান

রোজার ঈদের জন্য নির্মিত হচ্ছে ‘বরবাদ’। ছবিটির বাকি শুটিং করতে মুম্বাই যাচ্ছেন শাকিব খান।

ছবির পরিচালক মেহেদী হাসান হৃদয় জানিয়েছেন, ১০/১১ তারিখ শাকিব খান ‘বরবাদ’ শেষ করতে মুম্বাইয়ে যাচ্ছে। সেখানে দুসপ্তাহে তিনি বাকি অংশের শুটিং শেষ করবেন।

হৃদয় বলেন, ইতোমধ্যে ২৮দিন শুটিং করে ফেলেছি। যতটুকু কাজ করেছি, আমার বিশ্বাস আছে দর্শক পছন্দ করবেন। আমাদের দর্শকরা যেসব সিনেমার রেফারেন্স দিয়ে সার্বক্ষণিক অনলাইনে আলাপ-আলোচনা করেন ‘বরবাদ’ অনেকটা তেমন সিনেমা হতে যাচ্ছে। শাকিব ভাই থেকে পুরো টিম এই কাজ নিয়ে কনফিডেন্ট। আশা করবো, আগামীতে টিজার-ট্রেলার রিলিজের পর দর্শকরা আমাদের ভালোবাসা দিয়ে ভরিয়ে দেবেন।

গেল ডিসেম্বরে ‘বরবাদ’ ছবিতে শাকিব খানের লুক পোস্টার রিভিল হয়। তখন শাকিব নিজেও বলেছিলেন, বরবাদ যে আয়োজনের ছবি তা অতীতের সব ছবিকে ছাপিয়ে যাওয়ার ক্ষমতা রাখে। এর আগে প্রিয়তমার ভালোবাসা পেয়েছি, তুফানি করেছি। বরবাদ সবকিছুকে ছাড়িয়ে যাবে। সেদিন আর বেশি দূরে নয়, আমাদের ছবি ১০০/২০০ কোটির ক্লাবেও যাবে। বরবাদও তেমন ছবি।

শাকিবের প্রকাশিত সেই লুকও তেমন আভাসই দিয়েছিলো। ‘বরবাদ’ ছবিতে শাকিব খানের নায়িকা ইধিকা পাল। আছেন যিশু সেনগুপ্তসহ বাংলাদেশের সুপরিচিতি অনেক শিল্পী।

পরিচালক জানান, শুটিংয়ের পাশাপাশি এডিটিং চলছে। শিগগির বাকি শিল্পীদের নাম প্রকাশ করা হবে। ২০২৫ সালের রোজার ঈদে মুক্তি পাবে ‘বরবাদ’।

Leave a Reply

Your email address will not be published.