মেহজাবীনের বিয়ে: অভিনন্দন জানিয়ে ফেসবুক পোস্টে যা বললেন জয়

গত ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে আক্‌দ সম্পন্ন হয় মেহজাবীন চৌধুরী ও আদনান আল রাজীবের। গতকাল সোমবার ঢাকার অদূরে একটি রিসোর্টে বিয়ের আয়োজন করেন তারা। দীর্ঘ ১৩ বছর প্রেমের পর বিয়ে করলেন মেহজাবীন-রাজীব।

তারকা জুটিকে বিয়ের শুভেচ্ছা জানিয়ে এক পোস্ট দিয়েছেন শাহরিয়ার নাজিম জয়। যেখানে জয় উল্লেখ করেছেন, ‘ছবির মতোই হোক এই বন্ধন।’

পোস্টে তিনি লিখেছেন, ‘অভিনন্দন। মেহজাবীন এবং আদনান আল রাজীব। ছবির মতোই হোক এই বন্ধন। মেহজাবীনের মত দুর্দান্ত সুন্দরী এবং নাম্বার ওয়ান অভিনেত্রীকে বিয়ে করার সাহস এবং সামর্থ্য আদনান আল রাজীব ছাড়া আর কার ই বা ছিল।’