মোশাররফ করিমের ‘বেকার বারেক’

সাইফ আহম্মেদের রচনা ও পরিচালনায় নাটক ‘বেকার বারেক’। নাটকটিতে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম।

গাজীপুরের পুবাইলে চিত্রায়িত নাটকটিতে মোশাররফ ছাড়াও অভিনয় করেছেন ঝুনা চৌধুরী, সালহা খানম নাদিয়া, শহীদুল্লাহ সবুজ, সাইফ আহম্মেদ প্রমুখ।

নাটকের গল্পে দেখা যাবে, বেকার যুবক বারেক হাঠাৎ শহর থেকে মোবাইল মেরামত শিখে এসে গ্রামে খুলে ফেলে মোবাইল হাসপাতাল।

মোবাইলের সব সমস্যাই এ হাসপাতাল থেকে সমাধান হয়। কিন্তু রহস্য থেকে যায়, এসব কাজের সবকিছুই সে করে গোপন কক্ষে বসে। যার নাম সে দিয়েছে অপারেশন রুম। বারেকের বেকার অপবাদ ঘুচে যায়। বারেকের প্রেমিকা লতার বাবাও বারেককে পছন্দ করতে শুরু করেন। গ্রামের সবাই বারেককে নিয়ে আনন্দিত। খটকা তৈরি হয়, বারেক মোবাইল মেরামত করতে পারলেও মোবাইলের সমস্যা নিয়ে সবার সামনে যে ধরনের মতামত দেয়, তা তার দক্ষতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

বারেকের অপারেশন রুম ঘিরে তৈরি হতে থাকে নানা রকম হাস্যরসাত্মক ঘটনা। সিচুয়েশনাল কমেডি নাটক ‘বেকার বারেক’ মাছরাঙা টেলিভিশনের ঈদের অনুষ্ঠানমালায় প্রচারিত হবে।

উল্লেখ্য, ‘বেকার বারেক’-এর নির্মাতা সাইফ আহম্মেদ দীর্ঘ পাঁচ বছরের বিরতি ভেঙে ফিরেছেন নাটকের নির্মাণে।

তিনি ২০১৩ সালে একক নাটক ও টেলিফিল্ম বিভাগে শ্রেষ্ঠ নাট্য নির্মাতার পুরস্কার অর্জন করেন।

তার জনপ্রিয় নাটকগুলো হচ্ছে ‘চান্সমাস্টার’, ‘পাদুকা’, ‘অপ্রত্যাশিত ভালোবাসা’, ‘চান্স মাস্টার: দ্য পালাকার’, ‘লিয়াকতের লটারী’, ‘স্বপ্ন ও ভ্রূণ’ ইত্যাদি।

Leave a Reply

Your email address will not be published.