মোহাম্মদপুর থানায় জিডি করলেন নওশাবা

রাজধানীর মোহাম্মদপুরের অভিজাত আবাসিক এলাকা জাপান গার্ডেন সিটিতে বিষ প্রয়োগে ১০টি পথ কুকুর ও ১টি বিড়াল হত্যা করা হয়েছে। এ ঘটনায় থানায় জিডি করেছেন অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ।

শনিবার (২৩ নভেম্বর) মোহাম্মদপুরের আদাবর থানায় জিডি করেন তিনি। জিডির আবেদনে উল্লেখ করা হয়েছে, আমরা আপনার থানার অন্তর্গত জাপান গার্ডেন সিটিতে বসবাসকারী ও বাংলাদেশের প্রাণী অধিকার কর্মীরা জানতে পারি যে, জাপান গার্ডেন সিটিতে আবাসিক এলাকায় বিষ প্রয়োগে ১০টি পথ কুকুর ও ১টি বিড়াল হত্যা করা হয়েছে।

এ প্রসঙ্গে জানতে চাইলে গণমাধ্যমকে নওশাবা বলেন, মানুষের সঙ্গে এমন কিছু হলে আমরা মানববন্ধন করি, বিচর চাই। কিন্তু পশু-পাখিরা তো বোবা প্রাণী।

ওদের কোনো সমস্যা হলে ওরা নিজেদের জন্য কিছু করতে পারে না। সে জায়গা থেকে আমরা দায়িত্ববান যারা আছি, তাদের উচিত এসব নিষ্ঠুরদের বিরুদ্ধে প্রতিবাদ করা এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা।

জানা গেছে, খাবারের সঙ্গে বিষ প্রয়োগ করে মেরে ফেলা হয়েছে বেওয়ারিশ কুকুরগুলোকে। আর এই অমানবিক কাজটি করেছে জাপান গার্ডেন সিটি বিল্ডিং কমিটির লোকজন।

ঘটনাটি জানাজানি হলে সোশ্যাল মিডিয়ায় ভরে গেছে নিন্দার ঝড়। ক্ষোভ প্রকাশ করেছেন তারকারা। ঘুম থেকে উঠেই ফেসবুকে বিষয়টি নিয়ে স্ট্যাটাস দিয়েছেন জয়া আহসান। মিডিয়া কর্মীরা এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন। দেখা গেছে জয়া আহসান, সালমান মুক্তাদির, তৌহিদ আফ্রিদি ও জ্যোতিকা জ্যোতির মতো তারকারা নিন্দা জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published.