নায়িকা হওয়ার স্বপ্ন নিয়ে ঢাকায় এসেছিলেন রাজ রিপা। এরপর জাজ মাল্টিমিডিয়ার ‘দহন’ ছবিতে ছোট্ট একটি চরিত্রে অভিনয় করেছিলেন। পরে ‘মুক্তি’ নামে আরেক ছবির লিড রোল করেন। সেই ছবি মুক্তির আগে রাজ রিপার ‘ময়না’ নামে আরেক ছবি মুক্তি পেল।
১৪ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পায় মঞ্জুরুল ইসলাম মেঘের ‘ময়না’। এতে নামভূমিকায় অভিনয় করেছেন রাজ রিপা।
সম্প্রতি সিনেমার প্রিমিয়ারে হাজির হন রাজ রিপা। সেখানে গণমাধ্যমের মুখোমুখি হন এ নায়িকা।
জানান, বাস্তব ঘটনা অবলম্বনে তৈরি ‘ময়না’ সবার দেখা উচিত। নায়িকা বলেন, ‘ময়না ক্যারেক্টারটা নিয়ে ভাবার একটা বিষয়। বাংলাদেশে কিন্তু ৮০ পারসেন্ট মেয়েদের সঙ্গে এই ঘটনাগুলো ঘটে। বলতে গেলে আমাদের যৌবনের যে বয়সটা, তখন কিন্তু আমরা নিজেরা কন্ট্রোল করতে পারি না।
অনেক সময় মায়জালে জড়িয়ে, বিয়ের আগে শারীরিক সম্পর্কে জড়িয়ে বাবা-মায়ের বিশ্বাস নষ্ট করি। কিন্তু একটা সময় আমি ফিল করি, যে সময়টা আমি প্রেম করেছিলাম, সেই সময়টা আসলে ভুল সময় ছিল। এই চিন্তাধারা বুঝতে হলে আমাদের ময়না সিনেমা দেখতে হবে। ময়না কিন্তু একটা সময় বুঝতে পারে যে সে ভুল করেছিল। সে নিজেকে শুধরানোর অনেক ট্রাই করে কিন্তু দিনশেষে তার ভাগ্যটাই খারাপ।