যুক্তরাষ্ট্রসহ ৮ দেশে ‘তুফান’

ঢালিউড মেগাস্টার শাকিব খানের সিনেমা তুফানে মেতেছে গোটা দেশ। এবারের ঈদুল আজহায় অর্থ্যাৎ ১৭ জুন মুক্তি পায় সিনেমাটি। ছবিটি এ মুহূর্তে দেশের ১২৯টি সিনেমা হলে চলছে। মুক্তির পর থেকেই একের পর এক রেকর্ড ভাঙছে তুফান।

রায়হান রাফি পরিচালিত ব্লকবাস্টার এই ছবিটি এবার দেশের বাইরে মুক্তি পেতে যাচ্ছে। যুক্তরাষ্ট্রসহ বিশ্বের ৮টি দেশে আগামী ২৮ জুন থেকে চলবে ছবিটি। বাকি দেশগুলো হচ্ছে─অস্ট্রেলিয়া, কানাডা, বেলজিয়াম, সুইডেন, ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানি। ছবিটি বিদেশে পরিবেশনার দায়িত্বে আছে ভারতের এসভিএফ।

রায়হান রাফি জানান, আস্তে আস্তে বিশ্বের আরও অনেক দেশে ছবিটি মুক্তির পরিকল্পনা রয়েছে। তারা আশা করছেন দেশের মতো দেশের বাইরেও ছবিটি ভালো ব্যবসা করবে।

‘তুফান’-এর প্রধান চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান, মিমি চক্রবর্তী, নাবিলা ও চঞ্চল চৌধুরী। এছাড়া আছেন ফজলুর রহমান বাবু, মিশা সওদাগর, সালাউদ্দিন লাভলু প্রমুখ। ছবিটি প্রযোজনা করেছে আলফা-আই স্টুডিওজ লিমিটেড, চরকি ও এসভিএফ।