যে হলগুলোতে দেখা যাবে ‘লাল মোরগের ঝুটি’

কাল (১০ ডিসেম্বর) মুক্তি পেতে যাচ্ছে নূরুল আলম আতিক পরিচালিত বহুল আলোচিত ও প্রতিক্ষীত সিনেমা ‘লাল মোরগের ঝুঁটি’। প্রথম সপ্তাহে ছয়টি হলে মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি ।

সিনেপ্লেক্সের বসুন্ধরা সিটি, সীমান্ত সম্ভার, সনি মিরপুর, মহাখালীর এসকেএস, যমুনা ফিউচার পার্কের ব্লকবাস্টার এবং নারায়নগঞ্জের সিনেস্কোপ এই ছয়টি হলে দর্শক দেখতে পাবেন সিনেমাটি ।

নির্মাতা নূরুল আলম আতিক জানান, “মুক্তিযুদ্ধ নিয়ে গত অর্ধ শতকে নির্মিত কাহিনিচিত্র আশানুরূপ না হলেও কম নয়। তবে আমাদের অভিজ্ঞতায় মুক্তিযুদ্ধের সিনেমা মানেই কিছু গৎবাঁধা দৃশ্যের বিস্তার। প্রায় সব সিনেমা প্রোটাগনিস্ট-এন্টাগনিস্টদের চেহারা-সুরত, হাবভাব, আচার-আচরণ, লক্ষ্য-উদ্দেশ্য একই রকম। তবে ‘লাল মোরগের ঝুঁটি’ আমাদের মুক্তিযুদ্ধের সিনেমার প্রথাগত বয়ানের বাইরে যাবার চেষ্টা করেছে। বিশেষ করে সিনেমার মুখ্যচরিত্র হিসেবে নিম্নবর্গের হাজিরা; তাদের তৎকালীন আর্থ-সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় ও একান্ত ব্যক্তিগত অবস্থা-অবস্থান, এসব সূত্রাতিসূত্র এ-সিনেমার মৌলিকত্ব বলে মনে করি। মোরগ-লড়াইয়ের এক উত্তেজনাকর দৃশ্যে সিনেমার শুরু; বাঘা নামে এক লাল মোরগের গুরুত্বপূর্ণ চরিত্রে আবির্ভাব ও বিকাশ; ক্লাইমেক্সে নতুন সূর্যের আগমনী হিসেবে তার ভূমিকা; আর তার অন্তিম ডাকে সিনেমার পরিণতি, যে-ডাক আমাদের সজাগ করে, সজাগ রাখে।”