গতানুগতিক চরিত্রের বাহিরে এবার ভিন্ন এক চরিত্রে দেখা যাবে অপু বিশ্বাসকে। ডিএ তায়েবের নতুন ছবি ‘দেহ ঘড়ি’ তে তিনি একজন যৌনকর্মীর ভূমিকায় অভিনয় করবেন।
ডিএ তায়েব ও অপু বিশ্বাস ‘দেহ ঘড়ি’র প্রধান চরিত্রে অভিনয় করবেন। তবে ছবির পরিচালক হিসেবে কে থাকছেন তা এখনও ঠিক হয়নি।
অপু বিশ্বাসের সঙ্গে মৌখিকভাবে ছবিটি নিয়ে কথা হয়েছে বলে জানিয়েছেন ডিএ তায়েব। তিনি বলেন, অপু ছবিটিতে কাজ করতে আগ্রহী হয়েছে। আমরা আগামী মাস থেকে শুটিংয়ে যেতে চাই।
এ ছবির মূল ভাবনা এসেছে বাংলাদেশে পুলিশ ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমানের কাছ থেকে। তার অনুরোধে অপু বিশ্বাস অভিনয়ে আগ্রহী হয়েছেন বলে জানিয়েছেন ডিএ তায়েব।
ছবিতে যৌনপল্লির সর্দারনী চরিত্রে অভিনয় করবেন আনোয়ারা।
আমাদের দেশে যৌনপল্লির কোনো বাসিন্দা মারা গেলে তাদের জানাজা পড়ানো হয় না। দাফন নিয়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। কিন্তু ওই এলাকায় অনেকে যাতায়াত করেন অনেকে। এমন গল্পে নির্মিত হবে ‘দেহ ঘড়ি’।