গত মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘তারুণ্যের উৎসব’। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া উৎসবের উদ্বোধন করেন।
‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ এমন স্লোগান নিয়ে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয় যৌথভাবে এই উৎসবের আয়োজন করেছে।
উৎসবে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় গান গাইবেন নগরবাউল জেমস ও ব্যান্ড আর্টসেল।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয় জানিয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে কনসার্টটি অনুষ্ঠিত হবে সন্ধ্যার পর থেকে। পুরো কনসার্টটি সবার জন্য থাকবে উন্মুক্ত, কোনো টিকিট লাগবে না। সন্ধ্যা ছয়টায় মঞ্চে পারফর্ম করবে আর্টসেল, এরপর সাড়ে আটটায় নগরবাউলের মঞ্চে ওঠার কথা রয়েছে।
উৎসবের প্রথম দিন কর্মসূচির মধ্যে ছিল চিত্রাঙ্কন প্রতিযোগিতা, তরুণ উদ্যোক্তাদের স্টল পরিদর্শন, পরিচ্ছন্নতা অভিযান ও বিতর্ক প্রতিযোগিতা।
সাংস্কৃতিক আয়োজনের মধ্যে ছিল গান, নৃত্য, কবিতা আবৃত্তি ও লোকগান (লালনগীতি, হাসন রাজার গান)। সন্ধ্যা সাড়ে সাতটায় ব্যান্ড সংগীত পরিবেশন করে নকশীকাঁথা (সাজেদ ফাতেমী)।
গতকাল বুধবার পুরুষ ইভেন্টে ছিল বস্তা দৌড়, দাবা, মোরগ লড়াই, বেলুন ফোটানো, সাত চাড়া এবং আড়াইটায় রশি টানাটানি। এদিন নারী ইভেন্টে ছিল হাঁড়ি ভাঙা, দাবা, বউচি, স্কিপিং, বল নিক্ষেপ, মিউজিক্যাল পিলো পাসিং।
এ ছাড়া বিকেল চারটায় অনুষ্ঠিত হয় প্রীতি ফুটবল ম্যাচ। সন্ধ্যা সাড়ে ছয়টায় ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক দলের অংশগ্রহণে ছিল গান, নৃত্য ও আবৃত্তি। ৭টা ২০ মিনিটে গম্ভীরা (চাঁপাইনবাবগঞ্জ), রাত সাড়ে আটটায় লোকগান (লালনগীতি, হাসন রাজার গান, চন্দনা মজুমদার) অনুষ্ঠিত হয়।