রাফীর ‘তাণ্ডব’-এ চুক্তিবদ্ধ হলেন শাকিব খান

গেল বছরের ব্লকবাস্টার ‘তুফান’ সাফল্যের পর এসভিএফ-আলফা আই এন্টারটেনমেন্ট লিমিটেড প্রযোজিত নতুন ছবি ‘তাণ্ডব’-এ চুক্তিবদ্ধ হলেন সুপারস্টার শাকিব খান। গতকাল বৃহস্পতিবার রাতে শাকিব খান আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হয়েছেন।

জানা গেছে, সুপারস্টার শাকিব খানের সাথে এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ও তুফান ছবির সফল প্রযোজক শাহরিয়ার শাকিল চুক্তিপত্র স্বাক্ষর করেন। এ সময় উপস্থিত ছিলেন ‘তাণ্ডব’-এর পরিচালক নির্মাতা রায়হান রাফী।

তবে শাকিব ছাড়া এই ছবিতে আর কারা থাকছেন, কিংবা এই সুপারস্টারের বিপরীতে কাকে দেখা যাবে- এ বিষয়ে কিছু জানায়নি প্রযোজনা প্রতিষ্ঠান। শোনা যাচ্ছে, মার্চের শুরুতে শুটিং শুরুর পরিকল্পনা রয়েছে ‘তাণ্ডব’ টিম এর। মুক্তি পাবে আসন্ন ঈদুল আযহায়।

এদিকে গুঞ্জন উঠেছে, তাণ্ডব সিনেমায় অভিনয় করবেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। যার মধ্য দিয়ে প্রায় এক যুগ পর একসঙ্গে আবার সিনেমায় জুটি বাঁধতে চলেছেন শাকিব ও জয়া। ২০১৩ সালে ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনি’ সিনেমায় অভিনয়ের পর বেশ সাড়া ফেলেছিলেন তারা।

আবার এও শোনা যাচ্ছে, তাণ্ডবে শুধু জয়াই নয়, সঙ্গে থাকবেন আরও একজন দেশি নায়িকা। তবে তার নাম এখনও চূড়ান্ত হয়নি। আইটেম গানেও চমক হিসেবে থাকবেন আরও এক চিত্রনায়িকা।

Leave a Reply

Your email address will not be published.