পরিচালক রায়হান রাফির সিনেমার ক্যারিয়ারটা শুরু হয়েছিল রোমান্টিক সিনেমা দিয়ে। তার ক্যারিয়ারের ব্যবসাসফল সিনেমাগুলোর মধ্যে দুটিই ভালোবাসার গল্পে নির্মিত─ ‘পোড়ামন ২’, ‘পরান’। মাঝে ওটিটি ও সিনেমা হলে তার আলোচিত ও ব্যবসায়িক দিকে থেকে সফল প্রতিটি কাজই থ্রিলার বা অন্যরকম গল্পে নির্মিত। যে ভালোবাসার গল্প দিয়ে রাফির উত্থান, সে রাফি কোথায় জানি মিসিং ছিল। তবে তিনি আবারও ভালোবাসার গল্পে ফিরছেন।
ওটিটি প্ল্যাটফর্ম চরকি মানুষের মধ্যকার সম্পর্ক ও ভালোবাসার গল্প নিয়ে শুরু করছে ‘মিনিস্ট্রি অফ লাভ’। মোস্তফা সরয়ার ফারুকীর তত্ত্বাবধানে ১২ জন পরিচালক ১২টি ভালোবাসার গল্প নির্মাণ করবেন। ছবিগুলোর মধ্যে একটি রায়হান রাফির ‘মহাব্বত’। ছবিটিতে রাফির ছোটবেলার কিছুটা উঠে আসবে।
‘ফারুকী ভাইয়ের সঙ্গে আমি এক বছর আগে একবার বসেছিলাম। তিনি তখন বলেছিলেন, তোমার জীবনে দেখা ভালোবাসা বা তোমার নিজের ভালোবাসার গল্প নিয়ে কাজ করতে চাই। যে ভালোবাসা মানুষ খুঁজে পায় নাই, দেখে নাই। যেটা আসলে রাফি দেখা চায়,’─ ছবিটির সঙ্গে যুক্ত হওয়া প্রসঙ্গে বলেন রাফি।
ছবির গল্প নিয়ে খুব একটা কিছু এখনই বলছেন না রাফি। এইটুকু শুধু বলেন, ‘মহাব্বত শব্দটা আরবি। আপনারা জানেন এর অর্থ ভালোবাসা। এখানে আসলে অন্যরকম ভালোবাসার গল্প থাকবে। থাকবে আমার ছেলেবেলা থাকবে। সঙ্গে আমার ছেলেবেলায় দেখা ভালোবাসাও থাকবে। আমি ছোটবেলায় যে কয়জন পরিচালককে অনুসরণ করতাম তাদের একজন ফারুকী ভাই। তিনি আমার গুরুতুল্য। তার তত্ত্বাবধানে ছবিটির গল্প লিখছি। আমি খুবই সৌভাগ্যবান ওনার প্রযোজনায় সিনেমা করতে পারছি।’
আগামী কয়েক মাসের মধ্যেই ছবিটির শুটিং শুরু করবেন বলে জানালেন রাফি। এছাড়া রাফি বানাবেন টিএম ফিল্মসের ব্যানারে ‘নেক্সট’। এর একটি পোস্টার প্রকাশিত হয়েছে। যেটা থেকে অনেকেই ধরে নিয়েছেন এটি ২০১৮ সালের ১২ মার্চ নেপালে সংঘটিত বিমান দুর্ঘটনা নিয়ে। তবে রাফি বিষয়টি অস্বীকার করলেন। তিনি বলেন, ‘সুড়ঙ্গের সময় সবাই তো বলেছিল ছবিটি কিশোরগঞ্জের ব্যাংক ডাকাতির ঘটনা নিয়ে। কিন্তু মুক্তির পরে প্রমাণিত সেটি ওই ঘটনায় নিয়ে নয়। নেক্সটের ক্ষেত্রেও বলতে চাই, এটি নেপাল দুর্ঘটনা নিয়ে নির্মিত নয়।’
বর্তমানে রাফি দুটি ছবিরই প্রি-প্রডাকশন করছেন। এগুলোর কাস্টিংয়ে চমক আছে বলে জানালেন। কলকাতা থেকে শিল্পী থাকছেন বলে শোনা যাচ্ছে। বিষয়টি নিয়ে রাফি বলেন, ‘কলকাতা না, এর থেকেও বড় জায়গা থাকবে। তবে আমি এমন কিছু বানাই না, যাতে শিল্পী দিয়ে স্ট্যান্ডবাজি করা লাগে। গল্পই আমার সব থেকে বড় সুপারস্টার। গল্পের প্রয়োজনে যাকে যাকে দরকার তাকেই আমি নিব।’
সবগুলোর ছবিরই শিডিউল হচ্ছে, কোনটা কখন বানাবেন। তিনি বলেন, ‘এতটুকু বলতে পারি, রোজার ঈদ ও কোরবানিতে আমার ছবি থাকবে। এর মাঝে হয়তো ওটিটিতে কাজ আসবে।’