রোজ রেকর্ড ভাঙছে ‘জংলি’

সিয়াম আহমেদের ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘জংলি’ মুক্তির প্রথম দিনেই আয় করেছিল ৬ লাখ ৫০ হাজার টাকা। সময়ের সঙ্গে সিনেমাটির আয়ের পরিমাণ বেড়েছে উল্লেখযোগ্যভাবে।

এম রাহিমের পরিচালনায় নির্মিত এই সিনেমায় ফুটে উঠেছে এক বাবা-মেয়ের হৃদয়স্পর্শী গল্প। মুক্তির সময় সিয়াম বলেছিলেন, ‘জংলি’ লম্বা রেসের ঘোড়া, আর সময়ের সাথে তার সেই কথা সত্যি হয়ে দাঁড়িয়েছে।

মুক্তির তিন সপ্তাহ পার হলেও ‘জংলি’র আয় ক্রমাগত বেড়েই চলেছে। প্রতিদিন নতুন নতুন রেকর্ড গড়ছে সিনেমাটি। পরিচালক এম রাহিম জানিয়েছেন, মুক্তির ১৬ দিনের মাথায় ‘জংলি’ আয় করেছে ২ কোটি ৬ লাখ টাকা।

আর মুক্তির ২৬তম দিনে সিনেমাটি একদিনেই আয় করে ৩৫ লাখ ১১ হাজার টাকা, যা এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ আয়। সব মিলিয়ে ধারণা করা হচ্ছে, ‘জংলি’র মোট আয় ৩ কোটি টাকা ছাড়িয়ে গেছে। সামনে এই সংখ্যা আরও বাড়বে বলেই প্রত্যাশা করা হচ্ছে।

শুধু দেশে নয়, দেশের বাইরেও ভালো সাড়া পাচ্ছে সিনেমাটি। শুক্রবার (২৫ এপ্রিল) থেকে কানাডা, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের ৪০টি থিয়েটারে একযোগে চলছে ‘জংলি’। দেশের বাইরে এত সংখ্যক থিয়েটারে কোনো বাংলা সিনেমা একসঙ্গে মুক্তির ঘটনা বিরল। ফলে আন্তর্জাতিক বাজার থেকেও আয়ের পরিমাণ বাড়ছে সিনেমাটির।

‘জনি’ থেকে ‘জংলি’ হয়ে ওঠা চরিত্রে দুর্দান্ত অভিনয় করেছেন সিয়াম আহমেদ। সিনেমার প্রথমার্ধে তাকে দেখা গেছে ‘চকলেট বয়’ লুকে, তবে দ্বিতীয়ার্ধে তার চেহারা ও চরিত্রে আসে ভিন্নতা। এবার তিনি পাশের বাড়ির ছেলে নন, বরং বখে যাওয়া এক ‘জংলি’।

এই সিনেমায় সিয়ামের সঙ্গে অভিনয় করেছে ছোট্ট নৈঋতা, যে ‘পাখি’ নামের মেয়ের চরিত্রে অভিনয় করেছে। রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ে ওঠা পাখি ও জনির সম্পর্ক গড়ে ওঠে বাবার-মেয়ের মতো মমতায়।

উল্লেখ্য, ঈদে মুক্তি পাওয়া ‘জংলি’ সিনেমায় সিয়ামের বিপরীতে অভিনয় করেছেন শবনম বুবলী ও দীঘি। এছাড়া আরও রয়েছেন দিলারা জামান, শহীদুজ্জামান সেলিম ও রাশেদ মামুন অপু।