লন্ডনের মঞ্চে মুকিদ চৌধুরীর ‘যোদ্ধা

আগামী ১০ নভেম্বর লন্ডনের ব্রেডি আর্টস সেন্টারের স্টুডিও থিয়েটারে ‘যোদ্ধা’ নিয়ে আসছে বাংলা মুভমেন্ট থিয়েটার।

স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন হবে। নাটকটির রচনা ও নির্দেশনা দিয়েছেন নাট্যভাস্কর ড. মুকিদ চৌধুরী।

এ প্রসঙ্গে ড. মুকিদ চৌধুরী বলেন, মানুষের ভেতরের উচ্চাকাঙ্ক্ষা কীভাবে অবচেতন চিন্তায় কুমন্ত্রণা দেয়, কীভাবে মানুষের ভেতরের গোপন বাসনাকে কালসাপের মতো উন্মাদ করে তোলে, স্বাভাবিক নীতিবোধকে অন্ধকারে ঢেকে দেয় এবং হিতাহিত জ্ঞানশূন্য হয়ে সব বিবেক বিসর্জন দিয়ে আপন মানুষকে, যে তার সবচেয়ে শুভাকাঙ্ক্ষাক্ষী তাকে নির্মমভাবে হত্যা করে।

এই হত্যা হতে পারে আর্থিকভাবে অথবা দৈহিকভাবে। তারপর নিজেকে পরিচ্ছন্ন রাখার প্রয়াসে একের পর এক বিধ্বংসী ও অমানুষিক পৈশাচিক কর্মকাণ্ড চালিয়ে যায়। অবশেষে নৃশংস হত্যা ও পাপকর্মের পরিণামস্বরূপ এই মানুষ নামের জীবটিরও মৃত্যু ঘটে শোচনীয়ভাবে। এই পাপাচার ও তার পরিণামের এক মর্মবিদারী বিষয়ই ‘যোদ্ধা’ নাটকের মূল উপজীব্য।

‘যোদ্ধা’ নাটকে অভিনয় করেছেন অর্ঘ্য বিশ্বাস, আন্নুর আলম, আরিফ আহমেদ, এ্যান্ডি লেনার্ড ডায়েছ, কাউসার ডালিম, কাওছার মিয়া, চন্দ্রকান্ত কামারি, জয়নব বিনতে সাঈদ, পারভেজ আহমেদ, ফারজানা আক্তার, মঈনুল ইসলাম, মোহাম্মদ তালহা কিবরিয়া, মুশফিকুর রহমান, মৌসুমী সামন্ত, রতন দাস, শাহনাজ সুমা, শুভ্র কান্তি দাস সাগর, সাদিয়া ইসলাম সাবা ও সানজিদ কবির সানি।