শবনম ফারিয়ার ছবি এডিট করে অপপ্রচার, বিরক্ত অভিনেত্রী

জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়াকে এখন অভিনয়ে খুব একটা দেখা যায় না। তবে সামাজিক মাধ্যমে তিনি বেশ সক্রিয়।

বিভিন্ন বিষয়ে নিজের মতামত প্রকাশ করতেই দেখা যায় তাকে। সম্প্রতি একটি বিষয় নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন এই অভিনেত্রী, যা নজর কেড়েছে ভক্তদের।

অভিনেত্রী শবনম ফারিয়ার ছবি এডিট করে সামাজিক মাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি।

ফেসবুকে এক পোস্টে ফারিয়া জানান, পুনাম বাজওয়া নামে এক নারীর ছবিতে তার মুখ বসিয়ে পোস্ট করা হচ্ছে, যা নিয়ে তিনি বেশ বিরক্ত।

তিনি বলেন, ‘অপ্রয়োজনীয় বিষয় নিয়ে সংবাদে আসা আমার অপছন্দ, কিন্তু মাঝে মাঝে উপায় থাকে না!’

Leave a Reply

Your email address will not be published.