শাকিবকে নিয়ে আপাতত ভয়ের কোনো কারণ নেই, বললেন চিকিৎসক

ভারতের মুম্বাইয়ের ইলোরা স্টুডিওতে গত ৭ নভেম্বর বিকেলে চলছিল ‘বরবাদ’ সিনেমার শুটিং। এসময় শুটিং ফ্লোরের একটি দরজায় ধাক্কা লেগে চোখে আহত পান ঢাকাই সিনেমার মেগাস্টার শাকিব খান। তবে স্বস্তির খবর হচ্ছে চিকিৎসকরা জানিয়েছেন ভয়ের কোনো কারণ নেই।

সিনেমার নির্মাতা মেহেদী হাসান জানান, আঘাত পাওয়ার সঙ্গে সঙ্গে শাকিব খানকে দ্রুত মুম্বাইয়ের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর সেখানে সিটি স্ক্যান করানো হয়। চিকিৎসক জানান, আপাতত ভয়ের কোনো কারণ নেই। তবে ব্যথানাশক ওষুধ দিয়েছেন। কিছু সময় তাকে বিশ্রামে থাকতে হবে।

তিনি আরও বলেন, ‘আমাদের একটি দৃশ্য ছিল- দরজা খুলে বের হয়ে যাবেন শাকিব ভাই। সেভাবেই সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়। হঠাৎ সেই দরজা খুলতে গিয়ে শাকিব ভাইয়ের কপালে আঘাত লাগে। এতে ভ্রুর কিছু অংশ কেটে যায়। আঘাতের সঙ্গে সঙ্গে আমরা শুটিং বন্ধ করে দিই। পাশেই একটি হাসপাতাল ছিল, সেখানে ছুটে যাই। প্রয়োজনীয় টেস্ট করাই। চিকিৎসক আমাদের আশ্বস্ত করেন, ভয়ের কিছু নেই। তাকে প্রয়োজনীয় সব ওষুধপত্র দেওয়া হয়েছে।’

শাকিব খান ‘বরবাদ’ শুটিংয়ে অংশ নিতে গত ২২ অক্টোবর মুম্বাইয়ের যান। সেখানকার একটি স্টুডিওতে ২৪ অক্টোবর থেকে শুটিংয়ে অংশ নেন এ নায়ক।

Leave a Reply

Your email address will not be published.