শাকিবের ‘অন্তরাত্মা’য় জুবিন

ঢালিউড মেগাস্টার শাকিব খান ও কলকাতার অভিনেত্রী দর্শনা বনিক অভিনীত ঈদের সিনেমা ‘অন্তরাত্মা’। গতকাল বুধবার মুক্তি পেল ছবিটির প্রথম গান। আর এ গানে কন্ঠ দিয়েছেন বলিউডের জনপ্রিয় গায়ক জুবিন নটিয়াল। রোমান্টিক ঘরানার এ গান হৃদয় ছুঁয়েছে দর্শকদের।

বুধবার ( ২৬ মার্চ) বিকেলে শাহদাত অফিশিয়াল ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ পায়।

রোমান্টিক ঘরানার সিনেমাটির টাইটেল সং এটি। রবিউল ইসলাম জীবনের কথা ও ইন্দ্রদীপ দাশগুপ্তের সংগীতায়োজনে গানে কন্ঠ দিয়েছেন জুবিন।

এবারের ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পেলেও দীর্ঘ ৪ বছর আগে শুরু হয় ‘অন্তরাত্মা’ সিনেমার শুটিং। সোহানী হোসেনের মূল গল্পে ফেরারী ফরহাদের চিত্রনাট্যে ‘অন্তরাত্মা’ সিনেমাটি পরিচালনা করেছেন নির্মাতা ওয়াজেদ আলী সুমন।

ত্রিভুজ প্রেমজীবনের টানাপোড়ন নিয়ে গল্প এগিয়ে গেছে ‘অন্তরাত্মা’র। শাকিব, দর্শনা ছাড়াও এ সিনেমায় আরও অভিনয় করেছেন শাহেদ শরীফ খান, অরুণা বিশ্বাস, ঝুনা চৌধুরী, এস এম মহসীন, মারুফ। সিনেমাটি ঈদুল ফিতরেই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। 
 

Leave a Reply

Your email address will not be published.