শাকিবের ‘তুফান’ পরিবেশনা করবে জাজ মাল্টিমিডিয়া

ঢালিউড মেগাস্টার শাকিব খানের ‘তুফান’ সিনেমাটির ঘোষণার পর থেকেই দর্শকের মধ্যে অন্য রকম এক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এরই মধ্যে ৭ মে সন্ধ্যায় প্রকাশ পায় ‘তুফান’ সিনেমার প্রথম টিজার। যেখানে রীতিমতো ঝড় তুলেছেন তিনি। শাকিব খানকে এতটা বিধ্বংসী রূপে কখনই দেখেননি তার ভক্তরা। তবে এবার সেই রূপেই ধরা দিলেন কিং খান।

১ মিনিট ২১ সেকেন্ডের টিজারটি একদিনে রেকর্ড এক কোটির বেশি ভিউ হয়েছে। টিজারে দেখা যায় বন্দুক হাতে এন্ট্রি নেন শাকিব। এসময় তাকে বলতে শোনা যায়, পূর্বের কথা মোতাবেক এখন থেকে পুরো দেশকে তুফানের হাতে তুলে দিব। সে যা চাইবে, পাইবে। যা করিতে চাইবে, করিবে। তাহাকে কোনো কিছুতেই বাঁধা দেওয়ার এখতিয়ার কেউ রাখিবে না। আর এর ব্যত্যয় ঘটিলে…..এরপরই অস্ত্র হাতে একের পর এক বারুদে তছনছ করে ফেলতে দেখা যায় শাকিব খানকে।

এখানেই শেষ নয়। ভিডিওতে দেখা মেলে জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীর। তার সেই বিখ্যাত সংলাপের অট্টহাসি দিয়ে বলতে শোনা যায়, ‘তুফান, খুব ভয় পাইছি রে হেহেহেহে….’। এরপরই আরও একবার স্ক্রিনে বিধ্বংসী রূপে হাজির হন শাকিব।

আসন্ন ঈদুল আযহায় মুক্তি পেতে যাওয়া ছবিটি পরিবেশনা করতে যাচ্ছে জাজ মাল্টিমিডিয়া। প্রতিষ্ঠানটির কর্ণধার আবদুল আজিজ খবরটি নিশ্চিত করেছেন। তিনি গণমাধ্যমকে বলেন, ছবিটি পরিবেশনা নিয়ে প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। মৌখিকভাবে সবপক্ষই সম্মত হয়েছে। আনুষ্ঠানিক চুক্তিপত্র স্বাক্ষর বাকি।

ছবিটিতে খলচরিত্রে দেখা যাবে চঞ্চল চৌধুরীকে। তবে পুরো ছবিতে তার উপস্থিতি হবে স্বল্প সময়ের জন্য। সংশ্লিষ্ট একাধিক সূত্র জানাচ্ছে, চঞ্চল মূলত অতিথি চরিত্রে অভিনয় করছেন।

‘তুফান’-এর শুটিং বর্তমানে চলছে ভারতে। শাকিব খানকে নিয়ে রায়হান রাফি এখন সেখানেই অবস্থান করছেন। আগেই জানা গেছে এ সিনেমায় শাকিবের বিপরীতে আছেন কলকাতার নায়িকা মিমি চক্রবর্তী ও বাংলাদেশের নাবিলা।

বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনায় নির্মিত ছবিটি প্রযোজনা করেছে বাংলাদেশের আলফা-আই, চরকি ও ভারতের এসভিএফ।

জানা গেছে, একজন গ্যাংস্টারের গল্পে তৈরি হয়েছে তুফান সিনেমা। যেখানে উঠে আসবে নব্বই দশকের চিত্র। সে সময়ের এক নামকরা গ্যাংস্টারের কাহিনী নিয়েই এগিয়ে যাবে তুফানের গল্প।