শাকিবের নায়িকার নতুন প্রেমের গুঞ্জন

ঢাকাই সিনেমার মেগাস্টার শাকিব খানের ‘প্রিয়তমা’ ও ওপার বাংলার তারকা অভিনেতা দেবের ‘কিশোরী’ সিনেমার মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করেছেন তিনি। ‘খাদান’ সিনেমার মাধ্যমে টালিউডেও তার অবস্থান শক্ত হয়েছে। বলছি চিত্রনায়িকা ইধিকা পালের কথা।

অভিনেত্রীর প্রেম নিয়ে চর্চায় মেতেছেন নেটিজেনরা। শোনা যাচ্ছে, টালিপাড়ার খ্যাতনামা ফটোগ্রাফার তথাগত ঘোষের সঙ্গে বেশ কিছু সময় কাটাচ্ছেন ইধিকা।

সম্প্রতি তারা হিমাচলের ছিটকুলে একসঙ্গে বেড়াতে গিয়েছিলেন। তবে তাদের সঙ্গী ছিলেন কয়েকজন বন্ধু-বান্ধবও। দুজনের পাহাড়ের ওপর কাটানো কিছু মুহূর্তের ছবি ঘিরে নানা গুঞ্জন শুরু হয়েছে। বেশিরভাগ নেটিজেনের প্রশ্ন ইধিকা কি প্রেম করছেন তথাগত ঘোষের সঙ্গে?

এর আগে তথাগত ঘোষের নাম বেশ কয়েকজন অভিনেত্রীর সঙ্গে জড়িয়েছে। যেমন অনুষা বিশ্বনাথন ও প্রিয়াংকা সরকার। তবে কখনো তারা সরাসরি এসব সম্পর্ক নিয়ে মুখ খোলেননি। তথাগত ও অনুষা একসঙ্গে বেশ কিছু জায়গায় ক্যামেরাবন্দি হয়েছেন। আর এখন নতুন প্রেমের গুঞ্জন উঠেছে ইধিকা নিয়ে। তবে ইধিকা নিজের প্রেম জীবন নিয়ে এখনো পর্যন্ত কিছু বলেননি।

Leave a Reply

Your email address will not be published.