শাকিবের বরবাদের টিজার নিয়ে যা বললেন বুবলী

আসছে ঈদুল ফিতরে মুক্তির অপেক্ষায় থাকা বরবাদ সিনেমার ১ মিনিট ৪৪ সেকেন্ডের টিজার গতকাল সন্ধ্যায় প্রকাশিত হয়েছে।

এতে ঢাকাই ছবির শীর্ষ নায়ক শাকিব খান, ইধিকা পাল, মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম ও যিশু সেনগুপ্তসহ যারা অভিনয় করেছেন তাদের চরিত্রের একটা ধারণা দিয়েছেন তরুণ পরিচালক মেহেদী হাসান হৃদয়।

টিজারে শাকিব খানকে দেখা গেছে ভয়ংকররুপে। তার সংলাপে উঠে এসেছে- ছবির নায়িকা ইধিকার জন্য সব কিছু বরবাদ করতে পারেন তিনি।

শাকিব খানের এই সিনেমা নিয়ে অনেকেই কথা বলছেন। সামাজিক যোগাযোগা মাধ্যমে টিজারটি শেয়ার করে অনেকেই প্রশংসা করছেন। ‘বরবাদ’ ছবির টিজার নিয়ে কথা বলেছেন চিত্রনায়িকা বুবলীও।

তিনি বলেন, ‘শাকিব খান আমাদের বাংলাদেশ না, বাংলা ভাষাভাষী, আমাদের বাংলা ইন্ডাষ্ট্রির সবচেয়ে বড় মেগাস্টার।

তিনি অনেক বছর ধরে কাজ করছেন। তার বরবাদ ছবির টিজার দেখলাম… সবকিছু তো বরবাদ হয়ে যাচ্ছে একদম, ভেঙেচুরে। অসাধারণ নির্মাণ, শাকিব খানের উপস্থাপন দুর্দান্ত। বরবাদ টিমের জন্য আমার মন থেকে শুভকামনা।

Leave a Reply

Your email address will not be published.