শাকিব খানের ‘তাণ্ডব’-এ নায়িকা নিয়ে ধোঁয়াশা

আসন্ন ঈদুল আজহায় মুক্তির অপেক্ষায় থাকা আলোচিত সিনেমা ‘তাণ্ডব’ নিয়ে দর্শকদের আগ্রহ তুঙ্গে। বিশেষ করে ঢালিউড সুপারস্টার শাকিব খান–এর বিপরীতে কে অভিনয় করছেন, তা নিয়ে চলছে জোর গুঞ্জন। দীর্ঘদিন ধরে শোনা যাচ্ছিল, এই সিনেমায় শাকিবের সঙ্গে জুটি বাঁধতে যাচ্ছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর। তবে সাম্প্রতিক খবর বলছে, সে সম্ভাবনা এখন অনেকটাই ক্ষীণ।

গত মার্চে আলফা আই-এসভিএফ বাংলাদেশ প্রযোজিত ‘তাণ্ডব’ সিনেমার ঘোষণা দেওয়া হয় এবং প্রকাশ্যে আসে ছবির ফার্স্ট লুক। তখন পরিচালক রায়হান রাফী জানিয়েছিলেন, শাকিব খানের বিপরীতে কে থাকছেন, তা জানা যাবে রোজার ঈদের পর।

কিন্তু নতুন একটি সূত্র জানিয়েছে, সিনেমার নায়িকা হিসেবে সাবিলা নূরের থাকার কথা থাকলেও এখন তিনি আর এই প্রজেক্টে নেই। এমনকি এই কারণে ৮ এপ্রিল নির্ধারিত শুটিং বাতিল হয়েছে বলেও দাবি করেছে সংশ্লিষ্ট এক গণমাধ্যম। তবে সাবিলা সরে দাঁড়ানোর কারণ এখনও পরিষ্কার নয়।

এ বিষয়ে নির্মাতা রায়হান রাফী বলেন, “সিনেমায় কে নায়িকা হচ্ছেন, তা আমরা আনুষ্ঠানিকভাবে জানাইনি। তাই কাউকে নেওয়া কিংবা বাদ দেওয়ার ঘোষণাও দিইনি।”

এদিকে সিনেমার একটি বিশেষ চরিত্রে কাজ করছেন জয়া আহসান। এছাড়া মাত্র ৪০ সেকেন্ডের জন্য একটি ক্যামিও চরিত্রে দেখা যেতে পারে ঢালিউডের আরেক পরিচিত মুখকে।

জানা গেছে, একটি টেলিভিশন চ্যানেলে হামলাকে কেন্দ্র করেই সিনেমার মূল গল্প আবর্তিত হবে। গল্পটি লিখেছেন পরিচালক রায়হান রাফী নিজেই, চিত্রনাট্যে তার সঙ্গে ছিলেন আদনান আদিব খান।

সবকিছু ঠিক থাকলে, আগামী ঈদুল আযহায় মুক্তি পাবে আলোচিত এই সিনেমা ‘তাণ্ডব’।

 

Leave a Reply

Your email address will not be published.