শাকিব খানের বিপরীতে ‘তাণ্ডব’-এ সাবিলা নূর

শাকিব খানের নতুন সিনেমা ‘তাণ্ডব’-এ নায়িকা হিসেবে যুক্ত হয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর।

যদিও শুরুতে প্রযোজনা সংস্থা এ বিষয়ে মুখ খুলতে চায়নি এবং বিষয়টি গুঞ্জন বলে উড়িয়ে দেয়। তবে শেষ পর্যন্ত তা আর গুঞ্জনে সীমাবদ্ধ থাকেনি। শুটিংয়ে অংশ নিয়ে নিজেই খবরটির সত্যতা প্রমাণ করেছেন সাবিলা।

এর আগেও শাকিব খানের ‘তুফান’ ও ‘প্রিয়তমা’ সিনেমায় তার অভিনয়ের কথা ছিল। কিন্তু নানা জটিলতার কারণে সে সময় কাজ করা হয়নি তার। পরে এ নিয়ে আফসোসও প্রকাশ করেন তিনি। তাই ‘তাণ্ডব’-এ তার অংশগ্রহণ নিয়ে দর্শকের আগ্রহ ছিল অনেক বেশি।

পরিচালক রায়হান রাফি এখনও মুখ খুলছেন না। গণমাধ্যমে তিনি বলেন, “নায়িকার বিষয়ে এখনই কিছু বলতে চাই না। কদিন পর টিজার আসবে, তখন সবাই জেনে যাবেন। একটু অপেক্ষা করুন।”

এদিকে, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া কিছু ভিডিওতে শাকিব খান ও সাবিলা নূরকে একসঙ্গে শুটিং করতে দেখা গেছে। ধারণা করা হচ্ছে, ভক্তদের মোবাইল ফোনে ধারণ করা ভিডিওগুলো থেকেই বিষয়টি পরিষ্কার হয়ে গেছে। জানা গেছে, এফডিসিতে দৃশ্যধারণ শেষে এখন সিনেমাটির শুটিং চলছে উত্তরবঙ্গে।

প্রসঙ্গত, ঈদুল আজহায় মুক্তি পাবে বহুল আলোচিত সিনেমা ‘তাণ্ডব’।

Leave a Reply

Your email address will not be published.