শিগগির চায়নিজ ভাষায় মুক্তি পাবে ‘সুলতানপুর’: নির্মাতা নাসির

বাংলাদেশ ও ভারত, এই দুই দেশের সীমান্তবর্তী একটি এলাকার রোমাঞ্চকর গল্প নিয়ে সিনেমা ‘সুলতানপুর’।

পলিটিক্যাল থ্রিলার এই সিনেমাটিতে সীমান্ত এলাকার চোরাচালান, বাটপারি, ক্ষমতার বড়াই, মাদক পাচারসহ এমন আরও অনেক বিষয় তুলে ধরা হয়েছে।

গত বছরের ২ জুন দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল সিনেমাটি। এবার হিন্দি ভাষায় মুক্তি পেয়েছে বলে জানিয়েছেন নির্মাতা সৈকত নাসির।

তিনি বলেন, ‘সুলতানপুর মুক্তির পর থেকেই ভারতের বেশ কয়েকটি বড় প্রযোজনা সংস্থা থেকে হিন্দি ভাষায় মুক্তির লক্ষ্যে আমার সঙ্গে যোগাযোগ করে। অবশেষে ভারতের অনলাইন প্ল্যাটফর্ম আল্ট্রার সঙ্গে চুক্তি হয়েছে। এরই মধ্যে হিন্দি ভাষায় ডাবিং করে আল্ট্রায় স্ক্রিনিংও করা হয়েছে।’

নির্মাতা আরও জানান, শুধু হিন্দি ভাষাতেই নয়, অচিরেই ‘সুলতানপুর’ মুক্তি পাবে চায়নিজ ভাষায়ও। ইতিমধ্যে চায়নার নামকরা একটি কোম্পানির সঙ্গে চূড়ান্ত আলাপও শেষ হয়েছে। সবকিছু ঠিক থাকলে শিগগির সুখবরটি দিতে পারবেন এই নির্মাতা।

Leave a Reply

Your email address will not be published.