শিল্পী সমিতির নির্বাচনে কে জিতবে?

 

শুক্রবার(২৮ জানুয়ারি) সকাল ৯টা থেকে শুরু হচ্ছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। সে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে দুটি প্যানেল। ৪২৮ জন ভোটার ২১টি পদে তাদের প্রতিনিধি বাছাই করবেন।

বিএফডিসিতে অবস্থিত শিল্পী সমিতির স্টাডি রুমে শুক্রবার সকাল ৯টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে চলবে বিকাল ৫টা পর্যন্ত।

সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ইলিয়াস কাঞ্চন ও মিশা সওদাগর। সাধারণ সম্পাদক পদে জায়েদ খান ও নিপুন।

দুটি সহ-সভাপতি পদে নির্বাচন করছেন মাসুম পারভেজ রুবেল, ডিএ তায়েব, ডিপজল ও রিয়াজ।

সহ-সাধারণ সম্পাদক পদে লড়ছেন সুব্রত ও সাইমন। আলেকজান্ডার বো ও শাহানূর লড়ছেন সাংগঠনিক সম্পাদক পদে।

আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বী নিরব ও জয় চৌধুরী। দপ্তর ও প্রচার সম্পাদক পদে আরমান ও জ্যাকি আলমগীর।

ইমন ও জাকির হোসেনের লড়াই হবে সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে। কোষাধ্যক্ষ পদে প্রতিদ্বন্দ্বী ফরহাদ ও আজাদ খান।

১১টি কার্যনিবার্হী সদস্য পদের জন্য লড়বেন ২৪ জন। এরা হচ্ছেন- অঞ্জনা, অরুণা বিশ্বাস, অমিত হাসান, আলীরাজ, আফজাল শরীফ, আসিফ ইকবাল, কেয়া, গাংগুয়া, চুন্নু, জেসমিন, ডন, নাদির খান, নানা শাহ, ফেরদৌস, বাপ্পারাজ, মৌসুমী, হরবোলা, রোজিনা, শাকিল খান, সুচরিতা, সাংকুপাঞ্জা, সীমান্ত, হাসান জাহাঙ্গীর।

শিল্পী সমিতির নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন পীরজাদা হারুন। দুজন সদস্য হলেন বিএইচ নিশান ও বজলুর রাশীদ চৌধুরী। আপিল বোর্ডের চেয়ারম্যান করা হয়েছে সোহানুর রহমান সোহানকে। মোহাম্মদ হোসেন জেমী ও মোহাম্মদ হোসেনকে আপিল বোর্ডের সদস্য করা হয়েছে।

নির্বাচনে কে জিতবে তা নিয়ে শুরু হয়েছে জল্পনা কল্পনা। তবে ভোটের ফল প্রকাশের আগে হয়তো বোঝা যাবে না কে জিতবেন। কে হবে শিল্পীদের আগামী দুইবছরের জন্য প্রতিনিধি ।

Leave a Reply

Your email address will not be published.