শেখ হাসিনার পদত্যাগপত্র নিয়ে ফারুকীর পোস্ট

ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগপত্র নিয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের মন্তব্যে দেশজুড়ে তোলপাড় তৈরি হয়েছে। শেখ হাসিনার পদত্যাগের কোনো দালিলিক প্রমাণ বা নথিপত্র নিজের কাছে নেই বলে এক সাক্ষাৎকারে দাবি করেছেন রাষ্ট্রপতি।

দৈনিক মানবজমিন পত্রিকার প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরীকে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে রাষ্ট্রপতি একথা বলেছেন। তাঁর এ বক্তব্যের পরই রাজনৈতিক মহলে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

কঠোর সমালোচনা করে বক্তব্য দিয়েছেন অন্তর্বর্তী সরকারের একাধিক উপদেষ্টা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। বিষয়টি নিয়ে নিজের ভেরিফাইড ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন জনপ্রিয় নির্মাতা মোস্তাফ সরওয়ার ফারুকী।

সোমবার (২১ অক্টোবর) সন্ধ্যায় দেয়া সেই পোস্টে ফারুকী লিখেছেন, ‘খুনীর পদত্যাগপত্র লিপিবদ্ধ আছে শহীদের কবরফলকে।’

সেই পোস্টে একজন মন্তব্য করেছেন, ‘অবৈধ প্রধানমন্ত্রীর পদত্যাগপত্র নিয়ে জল ঘোলা কারীদের শনাক্ত করা খুবই সহজ! কষ্ট করে পোস্টের রিয়্যাকশন চেক দিতে হবে শুধু।’

গত শনিবার (১৯ অক্টোবর) পত্রিকার রাজনৈতিক ম্যাগাজিন সংস্করণ ‘জনতার চোখ’- এ সাক্ষাতকারটি প্রকাশিত হয়েছে।