শোক দিবসে শিল্পকলায় দিনব্যাপী আয়োজন

আজ ১৫ আগস্ট, জাতীয় শোক দিবস। মানবসভ্যতার ইতিহাসে ঘৃণ্য ও নৃশংসতম হত্যাকাণ্ডের কলঙ্কিত বেদনাবিধুর এক দিন। ১৯৭৫ সালের এ দিনে প্রতিক্রিয়াশীল ঘাতকচক্রের হাতে বাঙালি জাতির মুক্তি আন্দোলনের মহানায়ক, স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়।

জাতীয় শোক দিবস নানা আয়োজনে পালন করবে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। ‘শোক থেকে শক্তির অভ্যুদয় স্বপ্ন বাস্তবায়নের দৃঢ় প্রত্যয়’ শিরোনামে শোকের দিনে নানা কর্মসূচি নিয়েছে শিল্পকলা একাডেমি।

এসব কর্মসূচির মধ্যে রয়েছে- সকাল ১০টায় ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ। দুপুর ১২টায় একাডেমির জাতীয় চিত্রশালা ভবনের সামনে নির্মিত জাতির পিতার প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ। এর আগে সকাল ১০টায় শতাধিক শিশুর অংশগ্রহণে জাতীয় চিত্রশালা প্লাজায় অনুষ্ঠিত হবে আর্ট ক্যাম্প। চারুকলা বিভাগের ব্যবস্থাপনায় বঙ্গবন্ধুকে অবলম্বন করে শিশুদের অংশগ্রহণে এ আর্ট ক্যাম্প অনুষ্ঠিত হবে।

বিকাল ৩টায় একাডেমির নামাজ ঘরে বঙ্গবন্ধুর আত্নার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হবে। সন্ধ্যা ৬ টা ৩০ মিনিটে একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে আলোচনা অনুষ্ঠান – বঙ্গবন্ধুর ওপর রচিত গ্রন্থের পাঠ পাঠ পর্যালোচনা বিষয়ক বক্তৃতা এবং সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হবে।

এছাড়াও শোকাবহ আগস্ট মাসজুড়ে নানা অনুষ্ঠানমালার আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি।

‘শোক থেকে শক্তির অভ্যুদয়, স্বপ্ন বাস্তবায়নের দৃঢ় প্রত্যয়’ শিরোনামে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন সালাহউদ্দিন আহাম্মদ, সচিব, বাংলাদেশ শিল্পকলা একাডেমি, আলোচক হিসেবে থাকবেন ড. আতিউর রহমান, সাবেক গর্ভনর, বাংলাদেশ ব্যাংক এবং সভাপতিত্ব করবেন লিয়াকত আলী লাকী, মহাপরিচালক, বাংলাদেশ শিল্পকলা একাডেমি।

সাংস্কৃতিক অনুষ্ঠানমালায় শুরুতেই পরিবেশিত হবে সমবেত নৃত্য। বাংলাদেশ শিল্পকলা একাডেমির নৃত্যশিল্পীবৃন্দের পরিবেশনায় থাকবে ‘দুঃখিনী বাংলা’। এরপর একক সংগীত পরিবেশন করবেন প্রিয়াংকা বিশ্বাস। একক সংগীত পরিবেশন করবেন মনোরঞ্জন ঘোষাল- ও দরদী নাইয়ারে তুমি কি টুঙ্গীপাড়ায় যাও / হৃদয়ে আমার মুক্তিযুদ্ধ, মনে বাংলা মা,অন্তরে মুজিব আছে চিরঞ্জিব। আবারো সমবেত নৃত্য, পরিবেশন করবে বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রতিশ্রুতিশীল নৃত্যশিল্পীবৃন্দ- বঙ্গবন্ধুর প্রিয় গান,বঙ্গবন্ধুকে নিয়ে গান। আবৃত্তি করবেন মাহিদুল ইসলাম মাহি। সমবেত সংগীত পরিবেশন করবে সরকারি সংগীত কলেজ। দুঃখিনী বাংলা জননী বাংলা, মুজিবুর আছে বাংলার ঘরে ঘরে, শোন একটি মুজিবরের থেকে, আরেকটাবার শেখ মুজিবের জনম দে না মা।

এর পর একক সংগীতপরিবেশন করবেন জনপ্রিয় কন্ঠশিল্পী ফাহমিদা নবী। একক সংগীত পরিবেশন করবেন সাব্বির জামান, জানি বাসবেই ভাল মুজিবরকে । সমবেত নৃত্য পরিবেশন করবে আর্টিস্ট্রি নৃত্যদল, ‘কারাবাস’ নৃত্য পরিচালনা করেছেন -অরিফুল ইসলাম অর্নব । সমবেত সংগীত পরিবেশন করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির সংগীত শিল্পীবৃন্দ। একক সংগীত পরিবেশন করবে নন্দিতা/রন্টি দাস। একক সংগীত পরিবেশন করবেন নবীন কিশোর গৌতম। সমবেত নৃত্য ‘বঙ্গমাতা’ পরিবেশন করবে বাংলাদেশ শিল্পকলা একাডেমি নৃত্যশিল্পীবৃন্দ। একক সংগীত পরিবেশন করবেন রাজিব, রিনা আমিন ও আশরাফ উদাস। এরপর আবারও সমবেত সংগীত পরিবেশন করবে বাংলাদেশ শিল্পকলা একাডেমি শিশুসংগীত দল- ‘আরেকটাবার শেখ মুজিবের জনম দে না মা, আমি ধন্য হয়েছি আমি পূর্ণ হয়েছি’।

সবশেষে সমবেত নৃত্য পরিবেশন করবে বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রতিশ্রুতিশীল নৃত্যশিল্পীবৃন্দ- তুমি বাংলার ধ্রবতারা। উপস্থাপনা করবেন মৌসুমী মৌ।