কলকাতার খ্যাতনামা পরিচালক সৃজিত মুখার্জিকে শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে হঠাৎ শ্বাসকষ্ট ও বুকে হালকা ব্যথা অনুভব করেন তিনি। এরপরই দ্রুত তাকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
পরিবার ও ঘনিষ্ঠ সূত্র জানায়, হাসপাতালে নেওয়ার পরই সৃজিতের বেশ কিছু জরুরি পরীক্ষা-নিরীক্ষা করা হয়। চিকিৎসকেরা জানিয়েছেন, পরীক্ষার রিপোর্ট শনিবার পাওয়া যাবে। সেই রিপোর্ট দেখে পরবর্তী চিকিৎসা ও হাসপাতাল থেকে ছাড়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, বর্তমানে সৃজিতের শারীরিক অবস্থা স্থিতিশীল এবং চিকিৎসকেরা তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন।