শ্রেষ্ঠ অভিনেতার দৌড়ে শাকিব-নিশো

আগামী মে মাসের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২৩-এর পুরস্কার প্রদান অনুষ্ঠান। তার আগে আগামী সপ্তাহেই ঘোষণা করা হবে বিজয়ীদের নাম। ইতোমধ্যে জুরি বোর্ড তাদের মূল্যায়ন ও সুপারিশ জমা দিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে।

‘শ্রেষ্ঠ অভিনেতা (প্রধান চরিত্রে)’ বিভাগে আলোচনায় রয়েছেন দুই তারকা—আফরান নিশো ও শাকিব খান। জুরি বোর্ডের নম্বরের ভিত্তিতে এগিয়ে রয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা আফরান নিশো, যিনি এবারই প্রথম বড় পর্দায় পা রেখেছেন ‘সুড়ঙ্গ’ ছবির মাধ্যমে।

রায়হান রাফি পরিচালিত ‘সুড়ঙ্গ’ ছবিতে নিশোর বিপরীতে অভিনয় করেছেন তমা মির্জা। ছবিটি ২০২৩ সালের কোরবানির ঈদে মুক্তি পায় এবং মুক্তির পরপরই দর্শকমহলে ব্যাপক প্রশংসা কুড়ায়। যদি নিশো এই ছবির জন্য জাতীয় পুরস্কার অর্জন করেন, তাহলে এটি হবে তার প্রথম চলচ্চিত্রেই বড়সাফল্য।

অন্যদিকে, শাকিব খান ‘প্রিয়তমা’ ছবির জন্য লড়ছেন জাতীয় পুরস্কারের দৌড়ে। হিমেল আশরাফ পরিচালিত এই ছবিটি প্রযোজনা করেছেন আরশাদ আদনান এবং এতে শাকিবের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার ইধিকা পাল। প্রযোজকের দাবি অনুযায়ী, ছবিটি বক্স অফিসে প্রায় ৪১ কোটি টাকা আয় করেছে। যদি শাকিব এই পুরস্কার পান, তাহলে এটি হবে তার তৃতীয় জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

শেষ পর্যন্ত পুরস্কার কার হাতে উঠবে—নিশো, শাকিব, না কি দুজনেই যৌথভাবে সম্মাননা পাবেন—তা জানা যাবে প্রজ্ঞাপন প্রকাশের পর। আপাতত দর্শক ও ভক্তদের অপেক্ষায় থাকতে হচ্ছে সেই কাঙ্ক্ষিত ঘোষণার জন্য।

Leave a Reply

Your email address will not be published.