সংগীতশিল্পী পড়শীর বিয়ের গুঞ্জন

দেশের সংগীত পাড়ায় কান পাতলেই শোনা যাচ্ছে জনপ্রিয় সংগীতশিল্পী সাবরিনা এহসান পড়শীর বিয়ের গুঞ্জন।

শোনা যাচ্ছে, যুক্তরাষ্ট্রপ্রবাসী নিলয়ের সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন পড়শী।

বিয়ের ব্যাপারটি নিয়ে সংগীতশিল্পীর মা গণমাধ্যমকে জানান, এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে তারা আপাতত কিছু বলতে চান না।  গণমাধ্যমকে তাদের পরিবারের ঘনিষ্ঠজনরা জানান, কবে কখন তারা বিয়ে করেছেন, সে বিষয়েও জানাতে চান না ।

উল্লেখ্য, ২০০৮ সালে ক্ষুদে গানরাজ প্রতিযোগিতার একই আসরে পড়শী ও নিলয় প্রতিযোগী ছিলেন। তারা একে অপরের সঙ্গে প্রেমের সম্পর্কে রয়েছেন বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published.