অন্তর্বর্তী সরকারের নতুন উপদেষ্টা হয়েছেন গুণী নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। রবিবার (১০ নভেম্বর) সন্ধ্যায় তিনি শপথ নিয়েছেন।এদিন সন্ধ্যা ৭টা ৩৭ মিনিটে বঙ্গভবনের দরবার হলে এই নির্মাতাকে শপথ পড়ান রাষ্ট্রপতি। সঙ্গে ছিলেন আরো দুজন নতুন উপদেষ্টা।
নতুনদের মধ্যে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন মোস্তফা সরয়ার ফারুকী।
এদিকে তার উপদেষ্টা হওয়ার খবরে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা আলোচনা চলছে।
কেউ শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছেন। কেউ তার দেওয়া পুরনো পোস্ট সামনে নিয়ে আসছেন।
প্রসঙ্গত, আড়াই দশকের বেশি সময় ধরে চলচ্চিত্র ও নাটক নির্মাণ করে খ্যাতি পেয়েছেন ফারুকী। ছাত্র-জনতার অভ্যুত্থানের পক্ষে সোচ্চার ছিলেন ‘টেলিভিশন’, ‘ডুব’-এর নির্মাতা।
আড়াই দশকের ক্যারিয়ারে ‘ব্যাচেলর’, ‘টেলিভিশন’, ‘মেড ইন বাংলাদেশ’, ‘থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার’, ‘ডুব’, পিঁপড়াবিদ্যা’র মতো সিনেমা নির্মাণ করেছেন ফারুকী।