সবার আগে দেশ: শাকিব খান

বৈষম্যবিরোধী কোটা আন্দোলন জোরদারের পরে শিক্ষার্থী ও সাধারণ মানুষের একদফা দাবির পর পদত্যাগ করে দেশ ছেড়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই ছড়িয়ে পড়তেই সোমবার (৫ আগস্ট) দুপুরের পর থেকে সারাদেশে বিজয় মিছিল হয়েছে। ছাত্র আন্দোলনের শুরু থেকে এর সমর্থনে দেখা গেছে বেশ কয়েকজন তারকাকে। সমর্থন জানিয়েছিলেন ঢাকাই সিনেমার মেগাস্টার শাকিব খানও।

মঙ্গলবার (৬ আগস্ট) সকালে নিজের ভেরিফাইড ফেসবুকে এক কার্ড শেয়ার করে লিখেছেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যুক্ত সবার চাওয়া পূরণ হয়েছে। জয় পেয়েছে আন্দোলনকারী শিক্ষার্থীরা। কিন্তু এই জয়ের আনন্দ যেন আমাদের দেশের প্রতি, দেশের মানুষের প্রতি ভালোবাসা আর দায়বদ্ধতা স্লান করে না দেয়।’

তিনি আরও লিখেছেন, এই মুহূর্তে আমাদের সবার আরও বেশি সহানুভূতিশীল হতে হবে। মনে রাখতে হবে সবার আগে দেশ, দেশের মানুষ দেশের ভাবমূর্তি এবং দেশের সম্পদ।

সবশেষে শাকিব লিখেছেন, ‘জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে দেশের সব মানুষ যেন নিরাপদে থাকে এবং দেশের সম্পদ সুরক্ষিত থাকে, আসুন আমরা সেই চেষ্টা চালিয়ে যাই। এটা আমাদের নৈতিক, সামাজিক এবং রাষ্ট্রীয় দায়িত্ব।’

Leave a Reply

Your email address will not be published.