সিঙ্গাপুরে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন নব্বইয়ের দশকের জনপ্রিয় খলনায়ক মনোয়ার হোসেন ডিপজল। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দেশে ফিরেন তিনি।
বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ডিপজল জানান, হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। পরে দ্রুত সিঙ্গাপুরে যান। সেখান থেকে নিয়মিত চেকআপ শেষে অবস্থার উন্নতি হওয়ায় দেশে ফিরেছি। সবার কাছেই আমি কৃতজ্ঞ। সবাই আমার জন্য দোয়া করবেন।
এর আগে গত ৯ আগস্ট চিকিৎসার জন্য সিঙ্গাপুর গিয়েছিলেন ডিপজল। এছাড়া গত ৩১ মার্চ সিঙ্গাপুরের একটি হাসপাতালে চোখের অপারেশন হয় তার।
ডিপজল ১৯৯৩ সালে ‘টাকার পাহাড়’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন। ডিপজলের উল্লেখযোগ্য সিনেমাগুলোর মধ্যে রয়েছে হাবিলদার, যেমন জামাই তেমন বউ, জিম্মি, ঘরভাঙ্গা সংসার, আক্রোশ, অমানুষ হলো মানুষ, বাংলার হারকিউলিস প্রভৃতি। বর্তমানে তিনি সিনেমায় অভিনয়ের পাশাপাশি নিয়মিত প্রযোজনাও করছেন।