সাংবাদিকদের মারধরের ঘটনায় এফডিসির এমডিকে স্মারকলিপি

বিএফডিসির শিল্পী সমিতি প্রাঙ্গনে সাংবাদিকের ওপর হামলার ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের আইনের আওতায় আনার দাবিতে স্মারকলিপি দেওয়া হয়েছে। বুধবার (২৪ এপ্রিল) বিএফডিসির এমডি নুজহাত ইয়াসমিন বরাবর স্মারকলিপি দেন বিনোদন সাংবাদিকরা।

স্মারকলিপিতে বলা হয়েছে, আপনার নিয়ন্ত্রণাধীন বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের বাগানে গত ২৩ এপ্রিল বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির বিজয়ী কমিটির মিলাদ মাহফিল ও শপথ গ্রহণ অনুষ্ঠানে সংবাদ সংগ্রহ করতে আসা সাংবাদিকদের উপর হামলা হয়। শিল্পী সমিতির নববির্বাচিত কমিটির কতিপয় সদস্য, সমিতির কতিপয় সাধারণ সদস্য ও তাদের ইন্ধনে কতিপয় ফাইটার সমিতির সদস্যদের হামলায় (ভিডিও ফুটেজ সংরক্ষিত) প্রায় ২০ সাংবাদিক আহত হয়েছেন। তাদের মধ্যে ৪ জন এখনো হাসপাতালে ভর্তি রয়েছেন।

এতে আরও বলা হয়েছে, জনগুরুত্বপূর্ণ তথা কেপিআইভুক্ত এলাকায় এ ধরনের ন্যাক্কারজনক ঘটনা কোনোভাবেই কাম্য নয়। একইসাথে বর্তমান সরকারের সাংবাদিকদের সঙ্গে যে সুসম্পর্ক এবং তাদের প্রতি সরকারের যে আস্থা ও সহযোগিতামূলক মনোভাব রয়েছে তাতে এই ঘটনা বিরূপ প্রভাব ফেলার আশংকা রাখে।

সবশেষ এই ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করতে তার প্রতি অনুরোধ জানানো হয়।