সাথী খানের নতুন গান ‘আমি বললেই দোষ হয়ে যায়’

বাংলাএক্সপ্রেস ফিল্মসের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে গানচিত্র ‘আমি বললে দোষ হয়ে যায়’। নির্মাণ করেছেন ‘মেন্টাল’খ্যাত চলচ্চিত্র প্রযোজক সাইফুল আলম চৌধুরী। গানটির কথা ও সুর করেছেন মামুন আফনান রুমি। সংগীত পরিচালনা করেছেন এসডি সাগর ।

গানে কণ্ঠ দিয়েছেন এ প্রজন্মের জনপ্রিয় ফোকশিল্পী সাথী খান। গানচিত্রটিতে মডেল হয়েছেন শাহরুখ খান এবং নীলিমা। শুটিং হয়েছে ঢাকার বসুন্ধরার তিনশ ফিট এলাকায়।

নির্মাতা সাইফুল আলম চৌধুরী বলেন, ‘আমরা এ গানচিত্রের দৃশ্যায়নে এমন এক গল্প উপস্থাপন করেছি, যা দর্শকদের গানের শেষ পর্যন্ত টেনে নিয়ে যাবে। আশা করছি গানটি তাদের ভালো লাগবে।’

বাংলাএক্সপ্রেস ফিল্মসের সঙ্গে এটি সাথী খানের তৃতীয় গান। এর আগে ‘ভুলে থাকা যায় না’ ও ‘নিজেই গেছি মরে’ শিরোনামের দুটি গান একই প্রযোজনা সংস্থার ব্যানারে করেছিলেন। সাথী খান বলেন, ‘রুমি ভাইয়ের কথা ও সুরে করা গানটি আমার শ্রোতা-ভক্তদের কাছে ভালো লাগবে বলে আমার বিশ্বাস। পারভেজ ভাই মিউজিক ভিডিওটি অনেক যত্ন নিয়ে বানিয়েছেন। আশা করছি ভিডিওটিও দর্শকরা পছন্দ করবেন।’

এটি সাইফুল আলম চৌধুরী পরিচালিত চতুর্থ গানচিত্র। খুব শিগগিরই একই প্রযোজনা সংস্থার ব্যানারে তার লেখা, খায়রুল ওয়াসির সুর ও কন্ঠে ‘ভালোবাসার কান্না’ শিরোনামের একটি গান আসতে যাচ্ছে। তিনি খুব শিগগিরই ‘তাসের ঘর’ নামে একটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করবেন বলে জানালেন।

Leave a Reply

Your email address will not be published.