সাদী আমার জীবনে জাদুর মতন: পরীমণি

ঢাকাই সিনেমার তারকা অভিনেত্রী পরীমণি ও তরুণ গায়ক শেখ সাদী এখন বেশ চর্চিত একটি নাম। কারও মতে, তারা দুইজন প্রেমে মজেছেন। তবে প্রেমের সম্পর্কের বিষয়টি দুজনের কেউই নিজ মুখে স্বীকার করেননি।

পরীমণির কাছে গণমাধ্যমের প্রশ্ন ছিল শেখ সাদীর সঙ্গে সম্পর্কটা কী? এমন প্রশ্নে চলচ্চিত্রের আলোচিত এই তারকা দুজনের সম্পর্কের ব্যাখ্যা দিলেন এভাবে, ‘সাদী আমার জীবনে একটা জাদুর মতন! আমি মন খুলে যার সাথে নিজের কথাগুলো বলতে পারি। জীবনে খারাপ সময়ে যে পাশে থাকে, আগলে রাখে, সে তো জীবনের আশীর্বাদ হয়ে আসে। ও ঠিক তা–ই আমার কাছে।’

তরুণ প্রজন্মের গায়ক শেখ সাদী জানান, একই অঙ্গনে দীর্ঘদিন কাজ করার কারণে পরীমনির সঙ্গে বেশ আগেই পরিচয় হয়েছিল। তখন থেকে পেশাগত বিষয় নিয়ে তাঁর সঙ্গে নিয়মিত কথাবার্তা হয়।

সাদী দেশের শীর্ষ স্থানীয় একটি জাতীয় গণমাধ্যমকে বলেন, ‘আমিও ইন্ডাস্ট্রিতে কাজ করছি অনেক দিন হলো। পরীমণির অনেক ইতিবাচক গুণ রয়েছে। বিপদ-আপদে মানুষের পাশে থাকেন। আমি তার মঙ্গল কামনা করি সব সময়।’

সাদী প্রসঙ্গে পরীমণি ওই গণমাধ্যমকে এ–ও বলেন, ‘একটা চড়াই–উতরাইয়ের মধ্য দিয়ে আমার জীবন চলছে। বিপদের সময় যে পাশে থাকেন, সে জীবনের জন্য আশীর্বাদ। আমি এই জীবনে অনেক শুভাকাঙ্ক্ষী পেয়েছি, এখনো আমার অনেক শুভাকাঙ্ক্ষী রয়েছে। আমার সুখ-দুঃখের গল্পগুলো তাঁদের সঙ্গে শেয়ার করি। এতে আমি মানসিকভাবে ভালো থাকি।’

পরীমণির ফেসবুক পেজে শেখ সাদীকে নিয়ে গত কয়েক মাসে একাধিক পোস্ট দেওয়া হয়েছে। ভিডিও ক্লিপও দিয়েছেন পরীমনি। একটি ভিডিওতে পরীমনি লিখেছেন, ‘…পৃথিবীকে জানতে দিয়ো, তুমি এই পৃথিবীর আলো…।’