সালমান খানের স্টাইলে ছবি, নেটিজেনদের নজরে জায়েদ খান

ঢাকাই সিনেমার আলোচিত অভিনেতা জায়েদ খান বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। প্রায় ১০ মাস ধরে তিনি সেখানে বিভিন্ন স্টেজ শো ও পারফরম্যান্সে অংশ নিচ্ছেন। তার ভক্তদের মতে, এই সময়ের মধ্যেই চেহারা ও শারীরিক গঠনে এসেছে উল্লেখযোগ্য পরিবর্তন।

নিজেকে সবসময় ফিট রাখতে জায়েদ খান এনেছেন লাইফস্টাইলে বড় পরিবর্তন। প্রতিদিন সময় দিচ্ছেন জিমে, মেনে চলছেন কঠোর ডায়েট। এসবের পেছনে তার অনুপ্রেরণা বলিউডের ভাইজান সালমান খান। অনেক সময়ই নিজেকে সালমান খানের সঙ্গে তুলনা করেন তিনি। এমনকি, ভক্তরাও দাবি করেন, জায়েদের মধ্যে সালমানের ‘ছায়া’ দেখা যায়।

সম্প্রতি, জায়েদ খান একটি জিমের ছবি পোস্ট করেন, যেটি অনেকটা সালমান খানের মতো ভঙ্গিমায় তোলা। এরপরই ছবিটি ঘিরে শুরু হয় নেটিজেনদের আলোচনা ও মিশ্র প্রতিক্রিয়া।

কেউ বলছেন, “সালমান আর জায়েদ একই স্টাইলে ছবি দিয়েছেন, পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে অনুকরণ!”

আরেকজন লিখেছেন, “বাংলার সালমান খানকে পেয়ে গেলাম মনে হচ্ছে।”

তবে কটাক্ষ করতেও পিছপা হননি কেউ কেউ। একজন মন্তব্য করেছেন, “এটা তো গুলিস্তানের সালমান খান!”

নেটদুনিয়ার ভাষ্য, শুধু ফিটনেস নয়, সালমান খানের স্টাইল, ফটোশুটের ধরন এবং পোশাকেও প্রভাব পড়েছে জায়েদ খানের ওপর।

সব মিলিয়ে, জায়েদের এই নতুন লুক ও অনুকরণ নিয়ে চলছে তুমুল আলোচনা, প্রশংসার পাশাপাশি কটাক্ষও জুটছে কম নয়।

Leave a Reply

Your email address will not be published.