সায়রার সঙ্গে সিনেমার আইটেম গানে পলাশ

এবারের ঈদে মুক্তির অপেক্ষায় থাকা ফিকশন ‘খালিদ’-এ ‘কখনো আসো না’ আইটেম গানটিতে ক্যারিয়ারে প্রথমবার নাচতে দেখা যাবে চিত্রনায়িকা সায়রা আকতার জাহানকে।

ফিকশনটি নির্মাণ করেছেন নির্মাতা তানিম রহমান। ফিকশনটি ক্লাব ইলেভেন এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে।

এ বিষয়ে অভিনেত্রী গণমাধ্যমকে বলেন, ‘ছোটবেলা থেকেই আমি নাচ করতাম। অংশু (নির্মাতা তানিম রহমান) ভাইয়া আমাকে দিয়ে কাজটা করতে চেয়েছেন। আমিও ভিন্ন লুকে পর্দায় আসতে চেয়েছি। খুবই অল্প সময়ের মধ্যে কাজটা হয়েছে। নাচ শেখার জন্য তিন থেকে চার ঘণ্টার মতো সময় পেয়েছিলাম।’

ঈগল ড্যান্স কোম্পানির প্রতি কৃতজ্ঞতা জানান সায়রা। তার কস্টিউম ডিজাইন করেছেন পিউ, মেকআপ করেছেন রিপন। সায়রার ভাষ্যে, ‘তাদের জন্যই পর্দায় আমাকে সুন্দরভাবে উপস্থাপন করা গেছে। তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই।’

নাচে সায়রার সঙ্গে পারফর্ম করেছেন অভিনেতা জিয়াউল হক পলাশ। সায়রা বলেন, ‘পলাশ ভাইয়ার সঙ্গে কাজের অভিজ্ঞতা খুবই ভালো ছিল। তিনি খুব সহযোগিতা করেছেন। সব মিলিয়ে কাজটা ভালো হয়েছে।’

গানটি গেয়েছেন শাফাত শামস, লিখেছেন রবিউল ইসলাম, সংগীতায়োজন করেছেন ই কে মজুমদার ইশতি; র‌্যাপার হিসেবে আছেন জেডি ফোর। ফিকশনটিতে পলাশ, সাফা কবিরসহ আরও অনেকে অভিনয় করেছেন।া য়আইটেম গানে সায়রা, সঙ্গে ‘কাবিলা’
এবারের ঈদে মুক্তির অপেক্ষায় থাকা ফিকশন ‘খালিদ’-এ ‘কখনো আসো না’ আইটেম গানটিতে ক্যারিয়ারে প্রথমবার নাচতে দেখা যাবে চিত্রনায়িকা সায়রা আকতার জাহানকে। ফিকশনটি নির্মাণ করেছেন নির্মাতা তানিম রহমান। ফিকশনটি ক্লাব ইলেভেন এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে।

এ বিষয়ে অভিনেত্রী গণমাধ্যমকে বলেন, ‘ছোটবেলা থেকেই আমি নাচ করতাম। অংশু (নির্মাতা তানিম রহমান) ভাইয়া আমাকে দিয়ে কাজটা করতে চেয়েছেন। আমিও ভিন্ন লুকে পর্দায় আসতে চেয়েছি। খুবই অল্প সময়ের মধ্যে কাজটা হয়েছে। নাচ শেখার জন্য তিন থেকে চার ঘণ্টার মতো সময় পেয়েছিলাম।’

ঈগল ড্যান্স কোম্পানির প্রতি কৃতজ্ঞতা জানান সায়রা। তার কস্টিউম ডিজাইন করেছেন পিউ, মেকআপ করেছেন রিপন। সায়রার ভাষ্যে, ‘তাদের জন্যই পর্দায় আমাকে সুন্দরভাবে উপস্থাপন করা গেছে। তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই।’

নাচে সায়রার সঙ্গে পারফর্ম করেছেন অভিনেতা জিয়াউল হক পলাশ। সায়রা বলেন, ‘পলাশ ভাইয়ার সঙ্গে কাজের অভিজ্ঞতা খুবই ভালো ছিল। তিনি খুব সহযোগিতা করেছেন। সব মিলিয়ে কাজটা ভালো হয়েছে।’

গানটি গেয়েছেন শাফাত শামস, লিখেছেন রবিউল ইসলাম, সংগীতায়োজন করেছেন ই কে মজুমদার ইশতি; র‌্যাপার হিসেবে আছেন জেডি ফোর। ফিকশনটিতে পলাশ, সাফা কবিরসহ আরও অনেকে অভিনয় করেছেন।

Leave a Reply

Your email address will not be published.