সিনেমাটি মুক্তির পর থেকেই হুমকি পেয়েছি: তিশা

এবার ছোট পর্দায়ও দেখা যাবে নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর রাজনৈতিক সিনেমা ‘৪২০’ এর সিক্যুয়েল ‘৮৪০। সিনেমাটির প্রযোজনার মাধ্যমে প্রথমবারের মতো প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ ঘটেছে ফারুকীর স্ত্রী নুসরাত ইমেরাজ তিশার।

আগামীকাল শুক্রবার (৩ জানুয়ারি) দেশের তিনটি বেসরকারি টেলিভিশনে দেখানো হবে রাজনীতিভিত্তিক এই স্যাটেয়ার। এ উপলক্ষে বুধবার (১ জানুয়ারি) চ্যানেলে আই প্রাঙ্গণে এক সম্মেলনে মুখোমুখি হন তিশা।

সেখানে তিনি জানান, দুঃশাসনের চিত্র নিয়ে তৈরি এই সিনেমাটি প্রচারের পর বিভিন্ন জায়গা থেকে হুমকি পেয়েছেন।

রাজনৈতিক সিনেমা হওয়ার কারণে সিনেমাটিতে আওয়ামী লীগ আমলের অনেক ঘটনা ফুটে উঠেছে।

তিশা বলেন, ‘হুমকি তো পেয়েছি, সেই সঙ্গে আমার ফোন নম্বরটা ছাড়িয়ে দেওয়া হয়েছে। তবে আমি বলব, সিনেমা মুক্তির পর কী হয়েছে না হয়েছে, কে কতটা মন খারাপ করেছেন সেটা মাথায় ধরে রাখলে হবে না। সিনেমাটা দর্শক পছন্দ করছে এটাই আমার জন্য বড় বিষয়।’

‘৮৪০’ সিনেমাটি এখন পর্যন্ত কতটা ব্যবসা হল- এমন প্রশ্নের উত্তরে তিশা বললেন, ‘প্রথমদিন থেকে মানুষ সিনেমাটি দেখছে। বিশেষ করে শিক্ষার্থীরা সিনেমাটি বেশি দেখছে। ব্যবসা নিয়ে আমরা খুব বেশি ভাবছি না। আমরা চেষ্টা করে যাচ্ছি সিনেমাটি যেনো মানুষের কাছে পৌঁছায়।’

সিনেমাটি ছোট পর্দায় সম্প্রচার প্রসঙ্গে তিশা জানান, ৮ পর্বের বর্ধিত সিরিজ হিসেবে ৩ জানুয়ারি থেকে চ্যানেল আই, দীপ্ত টিভি ও আর টিভিতে সিনেমাটি সম্প্রচার করা হবে। ১০ জানুয়ারি পর্যন্ত চলবে এই সম্প্রচার। চ্যানেল আইতে দেখানো হবে রাত ৮ টা ২০ মিনিটে, আরটিভিতে রাত ৮টায় ও দীপ্ত টিভিতে প্রচার হবে রাত সাড়ে ১০টায়। পাশাপাশি সিনেমা ভার্সন চলবে দেশের সিনেমা হলগুলোতে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ‘৮৪০’ সিনেমার অভিনেতা নাসির উদ্দিন খান ও মিলন শেখ। আরও উপস্থিত ছিলেন আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান, দীপ্ত টিভির দীপ্ত টিভির সিইও তাসনুভা আহমেদ টিনা এবং চ্যানেল আইয়ের পরিচালক জহির উদ্দিন মাহমুদ মামুন।

Leave a Reply

Your email address will not be published.