সিনেমাটি সত্য ঘটনার আলোকে তৈরি: জাহিদ হাসান

কাটিয়ে আবার ওটিটিতে ফিরছেন জাহিদ হাসান। ‘আমলনামা’ নামের ওয়েব ফিল্মে দেখা যাবে তাঁকে।

সত্য ঘটনার ছায়া অবলম্বনে আমলনামা বানিয়েছেন রায়হান রাফী। কক্সবাজারের এক বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ঘিরে এই ফিল্মের গল্প।

রাফী বলেন, ‘আমি সব সময় নতুন কিছু করার চেষ্টা করি। এই সিনেমায় যে গল্পটা দেখানো হয়েছে, তা দর্শককে একধরনের রহস্যের মধ্যে রাখবে বলে আমার বিশ্বাস।’

সম্প্রতি প্রকাশ পেয়েছে ওয়েব ফিল্মটির টিজার। ২৯ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, কয়েকজন মাদকবিরোধী অভিযানের কথা বলে একজনকে তার বাসা থেকে ধরে নিয়ে যাচ্ছে।

এরপর ঘটতে থাকে নানা ঘটনা। আমলনামা সিনেমায় জাহিদ হাসানকে দেখা যাবে একজন পুলিশ কর্মকর্তার চরিত্রে। মুক্তির আগে তিনি সিনেমার গল্প ও নিজের অভিনীত চরিত্র নিয়ে কিছু বলতে চান না। শুধু জানালেন, মানুষের মাঝে সচেতনতা তৈরি করতেই কাজটির সঙ্গে যুক্ত হয়েছেন তিনি।

জাহিদ হাসান বলেন, ‘সিনেমাটি তৈরি হয়েছে সত্য ঘটনার আলোকে। আমরা যে ঘটনা তুলে ধরার চেষ্টা করেছি, সেগুলো যেন আর না ঘটে সে জন্যই কাজটি করা। মানুষ যেন জীবনে চলার পথে সাবধান থাকে, কী করব আর কী করব না, সেটা যেন চিন্তা করে।’

আমলনামায় আরও অভিনয় করেছেন গাজী রাকায়েত, সারিকা সাবরিন, তমা মির্জা, কামরুজ্জামান কামু, হাসনাত রিপন প্রমুখ। চলতি মাসেই দেশের একটি ওটিটিতে মুক্ত পাবে ওয়েব ফিল্মটি।

Leave a Reply

Your email address will not be published.