ঢাকার বেইলি রোডের মহিলা সমিতিতে ড. মুহম্মদ জাফর ইকবালের লেখা ‘রাতুলের রাত রাতুলের দিন’ উপন্যাস অবলম্বনে শিশুতোষ সিনেমা ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ পোস্টার ও ট্রেইলার উন্মোচন অনুষ্ঠান। সিনেমায় যেসব শিশুশিল্পীরা অভিনয় করেছে, তারা এখব বেশ বড় হয়ে গেছে। অনুষ্ঠানে তারাও অতিথি, তবে সবচেয়ে ছোট যে অতিথি এসেছেন সে শাহীম মুহাম্মদ রাজ্য। মা পরীমণির সঙ্গে এসেছে সে। শুধু তাই নয়, চিত্রনায়ক সিয়াম আহমেদের কোলে বসে উপভোগ করেছেন মায়ের সিনেমার ট্রেইলারও।
পরীমণি আয়োজনে জানিয়েছেন, ‘এই সিনেমায় তিশা চরিত্রে আমি অভিনয় করেছি। আমার ছেলে রাজ্যকে নিয়ে নিয়ে এসেছি অনুষ্ঠানে। ও যখন বড় হবে, তখন তাকে দেখাবো যে তোমার জন্য একটি উপহার এই সিনেমা।’
সিনেমার ২ মিনিট ৬ সেকেন্ডের ট্রেলারে দেখা মিলেছে, একদল শিশু সুন্দরবনে নৌবিহারে যায়। তাদের দেখাশোনার জন্য আছেন কয়েকজন বড় মানুষ। এই ভ্রমণে গিয়ে তাদের জাহাজ আটকা পড়ে, আক্রমণ করে ডাকাত। এসবের মাঝে সুন্দরবনের নৈস্বর্গিক সৌন্দর্যে ঘুরেবেড়ানো, আনন্দ-উল্লাস।