সিয়ামের কোলে পরীমনির ছেলে

ঢাকার বেইলি রোডের মহিলা সমিতিতে ড. মুহম্মদ জাফর ইকবালের লেখা ‘রাতুলের রাত রাতুলের দিন’ উপন্যাস অবলম্বনে শিশুতোষ সিনেমা ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ পোস্টার ও ট্রেইলার উন্মোচন অনুষ্ঠান। সিনেমায় যেসব শিশুশিল্পীরা অভিনয় করেছে, তারা এখব বেশ বড় হয়ে গেছে। অনুষ্ঠানে তারাও অতিথি, তবে সবচেয়ে ছোট যে অতিথি এসেছেন সে শাহীম মুহাম্মদ রাজ্য। মা পরীমণির সঙ্গে এসেছে সে। শুধু তাই নয়, চিত্রনায়ক সিয়াম আহমেদের কোলে বসে উপভোগ করেছেন মায়ের সিনেমার ট্রেইলারও।

পরীমণি আয়োজনে জানিয়েছেন, ‘এই সিনেমায় তিশা চরিত্রে আমি অভিনয় করেছি। আমার ছেলে রাজ্যকে নিয়ে নিয়ে এসেছি অনুষ্ঠানে। ও যখন বড় হবে, তখন তাকে দেখাবো যে তোমার জন্য একটি উপহার এই সিনেমা।’

সিনেমার ২ মিনিট ৬ সেকেন্ডের ট্রেলারে দেখা মিলেছে, একদল শিশু সুন্দরবনে নৌবিহারে যায়। তাদের দেখাশোনার জন্য আছেন কয়েকজন বড় মানুষ। এই ভ্রমণে গিয়ে তাদের জাহাজ আটকা পড়ে, আক্রমণ করে ডাকাত। এসবের মাঝে সুন্দরবনের নৈস্বর্গিক সৌন্দর্যে ঘুরেবেড়ানো, আনন্দ-উল্লাস।

সিয়াম আহমেদ। বলছেন, ‘রাতুল চরিত্রটা আমার অনেক আগে থেকে জানা। সেই চরিত্রটা করতে পারবো, এটা কোনও দিন ভাবিনি। সেটাই হলো এবং এটা স্বপ্ন পূরণের মতো। আমি সিয়াম আহমেদ হয়ে গিয়েছিলাম, শিশুরা আমাকে রাতুল ভাইয়া করে ঢাকায় পাঠিয়েছে।’

২০২৩ সালের ২০ জানুয়ারি মুক্তি পেতে যাচ্ছে ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’। আয়োজনে পোস্টার ও ট্রেইলার উন্মোচন অনুষ্ঠানে অতিথি ছিলেন লেখক ড. মুহাম্মদ জাফর ইকবাল, শিশু একাডেমির চেয়ারম্যান লাকী ইনাম, চলচ্চিত্র নির্মাতা মোরশেদুল ইসলাম, চিলড্রেন ফিল্ম ফেস্টিভ্যালের আয়োজক মুনিরা মোর্শেদ মুন্নি প্রমুখ।

ড. মুহম্মদ জাফর ইকবালের লেখা ‘রাতুলের রাত রাতুলের দিন’ উপন্যাস অবলম্বনে সিনেমাটি নির্মিত হয়েছে।  আবু রায়হান জুয়েল পরিচালিত সিনেমাটির চিত্রনাট্য করেছেন জাকারিয়া সৌখিন। সিনেমাটির জন্য প্রথমবার গান লিখেছেন ড. মুহম্মদ জাফর ইকবাল।

সরকারি অনুদান পাওয়া এ সিনেমায় সিয়াম-পরী-তানভীর ছাড়াও অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, শহীদুল আলম সাচ্চু, কচি খন্দকার, আশীষ খন্দকারসহ একঝাঁক শিশু