বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তারকাদের একাংশ ছাত্রদের বিপক্ষে দাঁড়িয়ে একটি প্লাটফর্ম তৈরি করেন। হোয়াটসঅ্যাপে তারা গোপন গ্রুপ খুলে ছাত্রদের দমন করার পরামর্শ দেন। ‘আলো আসবেই’ নামের গ্রুপে অভিনেত্রী অরুণা বিশ্বাস সরব ভূমিকা পালন করেন।
ওই গ্রুপে অভিনেত্রী অরুণা বিশ্বাস যেকোনো মূল্যে আন্দোলন দমন করার পরামর্শ দিয়েছিলেন অভিনেত্রী সোহানা সাবা ও সুইটিদের।
ওই কথোপকথনে শিক্ষার্থীদের আন্দোলনের বিপক্ষে মত দেন তারা! বলেন, যেভাবেই হোক আন্দোলন থামাতে হবে। এর জন্য শিক্ষার্থীদের গায়ে গরম পানি ঢালার পরামর্শ দেন অরুণা বিশ্বাস!
সেই পুরানো প্রসঙ্গ আবারও সামনে এনে অরুণা বিশ্বাস অভিনেত্রী সোহানা সাবাকে জড়িয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন।
ফেসবুক স্ট্যাটাসে অরুণা বিশ্বাস লেখেন, “সাবার গলা ব্যথা, কথা বলতে কষ্ট হচ্ছে। বললাম, ‘গরম জল’ খেয়ে নাও। সাবা বলল: ‘আলো আসবেই’ থেকে পাঠিয়ে দাও।”
এর আগেও গরম পানি ঢালা প্রসঙ্গে ব্যাখ্যা দিয়ে অরুণা বলেছিলেন, ‘বলা হচ্ছিল, হাসপাতালে আগুন লেগেছে। ওখানে কেউ ঢুকতে পারছে না। আমি বলেছি গরম জল দিলেই হয়। গরম জল তো কামান থেকে দেয়। জলকামান লিখি নাই আর কি। ওখানেই বোধ হয় মিসটেক হয়েছে। কামানে যে গরম জল থাকে সেটার কথা বলেছি।’
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তারকাদের হোয়াটসঅ্যাপ গোপন গ্রুপ ‘আলো আসবেই’-এর স্ক্রিনশট ফাঁস হয়। সেখানে সক্রিয় ছিলেন ১৬০ জন সদস্য।