সেই ৩৬ দিন নিয়ে হচ্ছে সিনেমা

ছাত্র-জনতার আন্দোলনের মুখে ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদত্যাগ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। আন্দোলনের সেই ৩৬ দিন নিয়ে হচ্ছে সিনেমা। পরিচালক সমিতির খাতায় এরই মধ্যে নাম লিখিয়েছে সিনেমাটি, ‘৩৬শে জুলাই’।

সিনেমা বানাবেন তরুণ নির্মাতা রাশেদ শামীম স্যাম। এরই মধ্যে চলচ্চিত্র পরিচালক সমিতিতে নামটি নিবন্ধন করেছেন তিনি।

কারা অভিনয় করবেন এই সিনেমায়? নির্মাতা জানান, কাস্টিং এখনো চূড়ান্ত নয়। তবে এতে নেওয়া হবে একঝাঁক নতুন মুখ। তবে বিশেষ চরিত্রে আজমেরী হক বাঁধন, শিবা সানু, হেলাল খানকে নিয়ে কাজ করতে আগ্রহী তিনি।

দেশের পরিস্থিতি স্বাভাবিক হলেই সিনেমাটির শুটিং শুরু করবেন বলে জানিয়েছেন এই নির্মাতা। রাশেদ শামীম স্যাম বলেন, ‘ছাত্র আন্দোলনের ৩৬ দিনের গল্প নিয়ে নির্মিত হবে সিনেমাটি। সেভাবেই তৈরি হচ্ছে চিত্রনাট্য। জুলাই মাসে যে অমানবিক ঘটনা বাংলাদেশে ঘটেছে, তা যদি যথাযথভাবে পর্দায় আনা যায়, মানুষ চোখের পানি ফেলবে। এই আন্দোলনে যে শিল্পীরা মাঠে ছিলেন, তাদের প্রায় সবাইকে আমি এই ছবিতে পেতে চাইব। জানি না সবাই রাজি হবেন কি না।’

Leave a Reply

Your email address will not be published.