সোহানুর রহমান সোহানের মৃত্যুতে যা বললেন তারকারা

প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক সোহানুর রহমান সোহানের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ঢাকাই চলচ্চিত্র অঙ্গনে। এই গুণী নির্মাতা ছিলেন ইন্ডাস্ট্রির অভিভাবকের মতো। তিনি তার পুরোটা জীবন ব্যয় করছেন চলচ্চিত্র নির্মাণ ও নতুন শিল্পী তৈরির কাজে। তার মৃত্যুতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক যেন পরিণত হয়েছে শোক বইয়ে। যেখানে নির্মাতা, অভিনয় শিল্পীসহ সর্বস্তরের মানুষ শোক প্রকাশ করছেন।

সোহানুর রহমান সোহানের মৃত্যুতে শোক জানিয়ে নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিক লিখেছেন, ‘কী অদ্ভুত জীবনমৃত্যুর খেলা! স্ত্রী বিয়োগের ২৪ ঘণ্টা না পেরোতেই পরপারে চলে গেলেন সবার প্রিয় পরিচালক বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সাবেক সভাপতি সোহানুর রহমান সোহান স্যার। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মহান মালিক তার আত্মাকে শান্তি প্রদান করুন। আমিন।’

চিত্রনায়ক শাকিব খান লিখেছেন, ‘এই তো কয়েকদিন আগেও সোহান ভাইয়ের সঙ্গে দীর্ঘক্ষণ কথা হচ্ছিল। বলছিলেন, তিনি অসুস্থ, উন্নত চিকিৎসা নিতে জাপান যাবেন। কিন্তু আজ সন্ধ্যায় হঠাৎ করে খবরটি পেয়ে আঁতকে উঠলাম! জানলাম, ভাবির মৃত্যুর একদিন পরেই সোহান ভাইও পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।’

‘আমার এই শাকিব খান নামটি সোহান ভাইয়ের দেওয়া। সত্যি কথা বলতে, তার সম্পর্কে কিছু বলার বা লেখার ভাষা হারিয়ে ফেলেছি। ভাবি এবং সোহান ভাইকে মহান আল্লাহ পরপারে শান্তিতে রাখুন।’ যোগ করেন শাকিব খান।

চিত্রনায়ক সাইমন সাদিক লিখেছেন, ‘বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সাবেক সভাপতি বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক সোহানুর রহমান সোহান স্যার আর আমাদের মাঝে নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মহান আল্লাহ ওনার আত্মাকে শান্তি দান করুন।’

চিত্রনায়িকা জাহারা মিতু শোক জানিয়ে লিখেছেন, ‘‘আর কেউ আমাকে দেখলেই বলবে না ‘তোমাকে দেখলে উড়ন্ত প্রজাপতি মনে হয়!!’, সারাজীবন মনে পড়বে আপনার কথা ভাইয়া। কখনো ভুলবো না, আপনি আমাকে দেখামাত্রই কত সুন্দর হাসি দিতেন। আপনাকে মনে রাখবে গোটা চলচ্চিত্রাঙ্গন।’’

লেখার সঙ্গে একটি ছবি দিয়ে মিতু আরও লিখেছেন, ‘‘এই ছবিটি তোলার সময় আপনি বলেছিলেন, ‘এটাই না শেষ ছবি হয় তোমার সাথে।’ আল্লাহ আপনাকে বেহেশত নসিব করুক।’’

নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ লিখেছেন, ‌‘বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সাবেক সভাপতি ও বর্তমান কার্যনির্বাহী পরিষদের সদস্য স্বনামধন্য চলচ্চিত্র পরিচালক সোহানুর রহমান সোহান ভাই আজ উত্তরা নিজ বাসায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)!’

চিত্রনাট্যকার আব্দুল্লাহ জহির বাবু লিখেছেন, ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গতকালকে ওনার স্ত্রী, আর আজকে উনি চলে গেলেন। এভাবে দেশবরেণ্য চলচ্চিত্র পরিচালক সোহানুর রহমান সোহান ভাইকে হারাবো কোনো দিন কল্পনাও করিনি। কী বলবো, বলার কোনো ভাষা খুঁজে পাচ্ছি না। আল্লাহ তাআলা তাকে তার সমস্ত জাগতিক ভুল-ত্রুটি ক্ষমা করে দিন। তাকে জান্নাতুল ফেরদৌস দান করুন। এই দেশবাসী আপনাকে মনে রাখবে আপনার কর্মের মাধ্যমে।’

নির্মাতা খিজির হায়াত খান শোক জানিয়ে লেখেন, ‘ওপারে ভালো থাকবেন সোহান ভাই। আল্লাহ আপনার পরিবারকে এই কঠিন শোক সইবার শক্তি দিক। আমিন।’

অভিনেত্রী তমা মির্জা লিখেছেন, ‘‌সোহান ভাই…।’

কাজী নওশাবা আহমেদ লিখেছেন, ‘জনপ্রিয় নির্মাতা সোহানুর রহমান সোহান চলে গেলেন। মাত্র ২৪ ঘণ্টা আগে মারা গেছেন তার স্ত্রী। জীবন কী অদ্ভুত সুন্দর আর ধাঁধায় ঘেরা! ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন…।’

স্ত্রী মারা যাওয়ার একদিন পরই বুধবার (১৩ সেপ্টেম্বর) অনন্তলোকে পারি জমান সোহানুর রহমান সোহান। এর আগে মঙ্গলবার রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তার স্ত্রীর মৃত্যু হয়।

ঢাকাই সিনেমার জনপ্রিয় ও সফল নির্মাতা সোহানুর রহমান সোহান। নব্বই দশকে তার পরিচালিত সিনেমা দেখে মেতেছিল দেশের কোটি দর্শক। তার হাত ধরে সিনেমার তারকা হয়েছেন বেশ কয়েকজন শিল্পী। তাকে তারকা গড়ার কারিগর বলা হয়।