স্টার সিনেপ্লেক্সে ভাঙচুর, আগুন

রাজশাহীতে স্টার সিনেপ্লেক্স ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (৬ আগস্ট) রাতে এ ঘটনা ঘটে। স্টার সিনেপ্লেক্সের জ্যেষ্ঠ ব্যবস্থাপক মেসবাহউদ্দিন আহমেদ বলেন, `রাজশাহীতে বঙ্গবন্ধু হাইটেক পার্কে আমরা স্টার সিনেপ্লক্সের একটা শাখা চালু করেছিলাম। সেটি রাজশাহী শহর থেকে বেশ দূরে বঙ্গবন্ধু হাইটেক পার্কে অবস্থিত। ক্ষমতার পালাবদলের পর হাইটেক পার্কে একদল দুর্বৃত্ত হামলা করে। এই ফাঁকে সুযোগ সন্ধানী ও লুটের তালে থাকা কিছু মানুষ স্টার সিনেপ্লেক্স ভাঙচুর করে।’

তিনি আরও বলেন, ‘আমাদের স্টার সিনেপ্লেক্সের অধিকাংশ শাখাই মার্কেটের ভেতরে অবস্থিত। তাই সেসব সুরক্ষিত রয়েছে। এটা হাইটেক পার্কের ভেতরে ছিল। হাইটেক পার্কে হামলার ফলে আমাদের সিনেপ্লেক্সে হামলা করা হয়েছে।’

এদিকে সিনেমা হলে হামলা ও ভাঙচুরের ঘটনায় চলচ্চিত্র সংশ্লিষ্টরা ক্ষোভ প্রকাশ করেছেন। নির্মাতা দেবাশীষ বিশ্বাস ফেসবুকে লিখেছেন, সিনেমা দেখা মহাপাপ! প্রেক্ষাগৃহ হারাম! সিনেমা নির্মাতারা পাপিষ্ঠ – এটাই কি হবে নতুন বাংলাদেশের স্লোগান?

২০০৪ সালের ৮ অক্টোবর রাজধানীর পান্থপথের বসুন্ধরা শপিং কমপ্লেক্সে দেশের প্রথম মাল্টিপ্লেক্স সিনেমা হল ‌স্টার সিনেপ্লেক্স যাত্রা শুরু করে। বর্তমানে ঢাকায় ৫টি শাখা রয়েছে প্রতিষ্ঠানটির। এ ছাড়া চট্টগ্রাম ও রাজশাহীতেও চালু হয়েছিল স্টার সিনেপ্লেক্সের শাখা। নতুন আরও বেশ কয়েকটি শাখা খোলার ঘোষণা দিয়েছিলেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মাহবুব রহমান।