স্বাধীনতা থেকে অল্প একটু দূরে দাঁড়িয়ে আমরা: ফারুকী

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সংহতি জানিয়ে আবারও নিজের ভেরিফাইড ফেসবুকে স্ট্যাটাস দিলেন জনপ্রিয় নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী।

রোববার (৪ আগস্ট) সকালে ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘আজ জুলাই ৩৫। স্বাধীনতা থেকে অল্প একটু দূরে দাঁড়িয়ে আমরা। জোর কদম আগে বাড়ি চলো, একসাথে। তারপর থাকবে রাষ্ট্র সংস্কারের লম্বা কাজ, প্রতিষ্ঠান সংস্কারের লম্বা কাজ, যাতে আর কোনদিন আমাদেরকে এইরকম বন্দিদশায় পড়তে না হয়।’

ফারুকী লেখেন, ‘কেউ কেউ বলছেন, এই সংস্কার করবে কারা? আপনি করবেন। আমরা, আপনারা, সবাই করবো। খুলে বলি, সবাই জানে আমাদের সিস্টেমের সমস্যাগুলা কোথায়, ওভারহোলিং কোথায় কোথায় দরকার। এই কাজে দেশের ভেতর সিনিয়ররা তো আছেনই।’

তরুণদের প্রশংসায় ফারুকী লেখেন, ‘তরুণদের কথাও আপনাদের একটু মনে করিয়ে দিতে চাই। ওরা নতুন বিশ্বদৃষ্টি নিয়ে বড় হচ্ছে। এতো বড় আন্দোলনের পর ওদের সক্ষমতা নিয়ে নিশ্চয়ই আপনার ন্যূনতম সন্দেহ থাকার কথা না। ওইদিকে #রিভার্স ব্রেইন ড্রেইন হ্যাশট্যাগও দেখছি। দেশের বাইরে পড়াশোনা করা একটা প্রজন্মও এই কাজে হাত লাগাতে চায়।’

সবশেষ ফারুকী লেখেন, ‘অনেকতো হলো নৈরাজ্য। এবার সময় নতুন ভাবে দেশটা সাজানোর। একটা মানবিক গণতান্ত্রিক সমাজ তৈরির। বিপ্লব দীর্ঘজীবী হউক।’