২০২১ সালের ১৭ অক্টোবর চিত্রনায়ক শরিফুল রাজকে গোপনে বিয়ে করেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি। মাত্র সাত দিনের পরিচয়ে বিয়ে করেছিলেন তারা। ২০২২ সালের ১০ আগস্ট এই দম্পতির ঘর আলো করে আসে পুণ্য।
এর এক বছর পরই বিচ্ছেদের পথে হাঁটে রাজ-পরী দম্পতি। সংসার ভাঙনের পর সন্তানকে নিজের কাছেই রেখে দেন পরীমণি।
এই ছেলের প্রসঙ্গ উঠলেই তার বাবা অভিনেতা রাজকে নিয়ে পরীমণি বলতেন―ছেলের প্রতি দায়িত্ব পালন তো দূরের কথা, চোখের দেখাও দেখতে আসেন না। তবে এবার দেখা গেল ভিন্ন চিত্র। একমাত্র ছেলে পুণ্যকে নিয়ে গাড়িতে করে দিব্যি ঘুরে বেড়াতে দেখা গেল শরিফুল রাজকে। একইসঙ্গে খুনসুটিও করতে দেখা গেছে বাপ-ছেলেকে।
সোমবার (৩০ ডিসেম্বর) দিবাগত রাতে সোশ্যাল মিডিয়া ফেসবুক ভেরিফায়েড পেজে একটি ভিডিও পোস্ট করেন এ অভিনেতা। সেখানে দেখা যায় ছেলেকে নিয়ে গাড়িতে করে ঘুরছেন। আর ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছেন।
এ অভিনেতা ক্যাপশনে লিখেছেন, ‘আমি কীভাবে আমার ছেলের প্রতি ভালোবাসা প্রকাশ করব! বিশ্বের কাছে তুমি একজন হতে পারো; কিন্তু কারও কাছে তো তুমি পুরো পৃথিবী। ভালোবাসি আমার চ্যাম্প।’ এরপরই সবাইকে ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন শরিফুল রাজ।
এদিকে তার এই পোস্ট নজর কেড়েছে নেটিজেনদের। মন্তব্যের ঘরে নানা ধরনের প্রতিক্রিয়া জানিয়েছেন নেটিজেনরা। সেখানে অনেকেই সাধুবাদ জানিয়েছেন অভিনেতাকে। আবার কেউ সন্তানের প্রতি বাবা হিসেবে তার ভালোবাসার প্রশংসা করছেন।
এদিকে রাজের সঙ্গে পূণ্যকে দেখে নেটিজেনরা পরীমণিকে খুঁজছেন। অনেকেই বলছেন, তাহলে কি আবারও সম্পর্ক স্বাভাবিক হয়েছে রাজ-পরীর?
এমন প্রশ্নের কারণও অবশ্য রয়েছে। কারণ বিভিন্ন সাক্ষাৎকারে রাজের প্রতি তার ক্ষোভ প্রকাশ করেছেন পরীমণি। এমনকি সবশেষ গেল সেপ্টেম্বরে নিজের প্রাক্তন স্বামীর সঙ্গে বিবাহ বিচ্ছেদের এক বছর পূর্তি উদযাপন করেছেন তিনি।
সেখানে রাজের সঙ্গে পরীর ছেলেকে ঘুরে বেড়াতে দেখে অন্তর্জালে বিভিন্ন গুঞ্জন, প্রশ্নের সৃষ্টি হয়েছে। অনেকেই মনে করছেন, হয়তো সন্তানের টানে বরফ গলছে রাজ-পরীর।